Vande Bharat-Pics: বন্দে ভারত স্লিপার ট্রেনের অন্দরমহল কেমন হবে, দেখলে তাক লেগে যাবে, রইল ছবি

Vande Bharat Sleeper: সংস্থার তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়াম ও আধুনিক ডিজাইনে একটা আভিজাত্যের ছোঁয়া রাখা হয়েছে। ব্যবহার করা হয়েছে ভারতীয় শিল্পীদের ব্লক প্রিন্টের টেকনিক। সিঁড়ির পাশে ঘড়ি, ফোন, বই রাখার জায়গা করা আছে।

Vande Bharat-Pics: বন্দে ভারত স্লিপার ট্রেনের অন্দরমহল কেমন হবে, দেখলে তাক লেগে যাবে, রইল ছবি
Image Credit source: TV9 Bangla

Oct 15, 2025 | 4:24 PM

নয়া দিল্লি: বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন যাত্রীরা। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে সেই ট্রেনের কোচ তৈরি করছে ‘কাইনেট রেলওয়ে সলিউশন’ (Kinet Railway Solution)। প্রিমিয়াম ট্রেন বন্দে ভারতের পরিষেবা ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে রেলযাত্রীদের কাছে। স্লিপার ট্রেনের ভিতরের ডিজাইনটা কেমন হবে, তা নিয়েও উৎসাহী অনেকেই। এবার সামনে এল সেই ট্রেনের এসি কোচের ডিজাইন কনসেপ্ট। কাইনেটের তরফ থেকেই সেই ছবি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল রেলওয়ে ইকুইপমেন্ট এক্সিবিশনে ছবিগুলি প্রকাশ করা হয়েছে।

১২০টি বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য তৈরি করতে হবে মোট ১৯২০টি কোচ। সেগুলি তৈরির জন্য রাশিয়ার সংস্থা টিএমএইচ ও ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড মিলে তৈরি করেছে এই কাইনেট রেলওয়ে সলিউশন।

একটি এসি কোচে থাকছে চারটি বার্থ। উপরের বার্থে ওঠার জন্য সুবিধাজনক একটি সিঁড়ি। থাকছে প্রত্যেক বার্থের জন্য আলাদা রিডিং লাইট ও ইউএসবি পোর্ট। থাকছে স্মার্ট স্টোরেজও।

সংস্থার তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়াম ও আধুনিক ডিজাইনে একটা আভিজাত্যের ছোঁয়া রাখা হয়েছে। ব্যবহার করা হয়েছে ভারতীয় শিল্পীদের ব্লক প্রিন্টের টেকনিক। সিঁড়ির পাশে ঘড়ি, ফোন, বই রাখার জায়গা করা আছে। ২০২৫-এর মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছেন কাইনেটের প্রজেক্ট ডিরেক্টর নিশাঙ্ক গর্গ। আশা করা হচ্ছে, ২০২৬-এর জুন মাসেই প্রথম প্রোটোটাইপ সামনে আসবে।

জানা গিয়েছে, একসঙ্গে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন সামনে না হবে। মোট তিনটি সংস্থার সঙ্গে বন্দে ভারত তৈরির চুক্তি করেছে ভারতীয় রেল। সেগুলি হল, কাইনেট সলিউশন, বিইএমএল ও টিটাগড় রেল সিস্টেম লিমিটেড ও ভারত হেভি ইঞ্জিনিয়ারিং লিমিটেড।