Vande Bharat: ভারতীয় রেলে বিপ্লব, হাওড়া থেকে ১৬০ কিমি বেগে ছুটবে বন্দে ভারত!

Vande Bharat: বর্তমানে, দিল্লি-হাওড়া রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ১৩০ কিলোমিটার/ঘন্টা। তবে এই গতি ১৬০ কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য কাজ দ্রুত এগিয়ে চলেছে। গয়া জংশন থেকে প্রধানখন্তা পর্যন্ত ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর প্রস্তুতিও চলছে।

Vande Bharat: ভারতীয় রেলে বিপ্লব, হাওড়া থেকে ১৬০ কিমি বেগে ছুটবে বন্দে ভারত!
Image Credit source: TV9 Bangla

Oct 14, 2025 | 3:19 PM

নয়া দিল্লি: ভারতীয় রেল প্রযুক্তি এবং সুরক্ষার এক নতুন যুগে প্রবেশ করেছে। গয়া এবং সরমাতান্ড স্টেশনের মধ্যে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বন্দে ভারত এক্সপ্রেস (কবচ সিস্টেম সহ) সফল পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়েছে।

এই পরীক্ষা পূর্ব মধ্য রেলের উন্নয়নের গতি বেশ কিছুটা ত্বরান্বিত করেছে। রাজধানী, দুরন্ত এবং অন্যান্য দ্রুতগতির ট্রেন পরিচালনার জন্য নতুন সম্ভাবনার দরজাও খুলে গিয়েছে। পূর্ব মধ্য রেলের জেনারেল ম্যানেজার, হাজিপুরের প্রিন্সিপাল চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার এবং ডিডিইউ-ধানবাদ ডিভিশনের সহযোগিতায় প্রায় ৮৮ কিলোমিটার ট্র্যাকে এই পরীক্ষা করা হয়েছে।

বর্তমানে, দিল্লি-হাওড়া রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ১৩০ কিলোমিটার/ঘন্টা। তবে এই গতি ১৬০ কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য কাজ দ্রুত এগিয়ে চলেছে। গয়া জংশন থেকে প্রধানখন্তা পর্যন্ত ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর প্রস্তুতিও চলছে।

এই ট্রায়ালে একটি ইতালির টিমও অংশ নিয়েছে। প্রাথমিকভাবে, একটি একক ইঞ্জিন দিয়ে দু’দিনের পরীক্ষা চালানো হয়েছিল। তারপর ১০টি HLB কোচের একটি রেক চালানো হয়েছিল এবং অবশেষে, বন্দে ভারত এক্সপ্রেসে সঙ্গে একটি গতি পরীক্ষা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী এই গুরুত্বপূর্ণ কবচ প্রকল্পের জন্য অফিসারদের নাম নির্দিষ্ট করে দিয়েছিলেন।

ধানবাদ বিভাগের সিনিয়র ডিওএম অঞ্জয় তিওয়ারি, ডিডিইউ বিভাগের সিনিয়র ডিওএম কেশব আনন্দ এবং দানাপুর বিভাগের সুধাংশু রঞ্জনও ট্রায়ালের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। রেল যাত্রীরা শীঘ্রই দ্রুত, নিরাপদ এবং অত্যাধুনিক যাত্রার অভিজ্ঞতা পাবেন বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি কার্যত রেলের ক্ষেত্রে একটি বিপ্লব।

ভবিষ্যতে, এই গতি ২০০ কিলোমিটার/ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। এদিকে রেল সূত্রে খবর, ১৮০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রস্তুতিও শুরু করেছে রেল। উল্লেখ্য, দিল্লি থেকে হাওড়া-কোডর্মা হয়ে ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে রেল। এর জন্য, রেলওয়ে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত ধানবাদ-কোডর্মা-ডিডিইউ হয়ে উভয় পাশে দেওয়ালও তৈরি করেছে, যাতে ট্রেন চলাচলের সময় গবাদি পশু বা মানুষ রেলপথ অতিক্রম করতে না পারে।