Priyanka Gandhi: বাংলায় ভোটের জন্যই কি বন্দে মাতরম ইস্যু? সংসদে বিজেপিকে নিশানা প্রিয়ঙ্কার

Priyanka Gandhi on Vande Mataram: লোকসভায় ওয়েনাড়ের সাংসদ প্রিয়ঙ্কা বলেন, "আজকে এই বিতর্ক আমার আজব লাগছে। দেড়শো বছর ধরে এই গান দেশবাসীর হৃদয়ে রয়েছে। আমাদের দেশ ৭৫ বছর স্বাধীন হয়েছে। তাহলে আজ এই নিয়ে বিতর্কের কী দরকার? আমাদের এখানে উদ্দেশ্য কী? সাধারণ মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা আমরা কীভাবে পালন করছি, সেটা ভাবা দরকার। বন্দে মাতরম আমাদের জাতীয় গান। এর উপর কী বিতর্ক হতে পারে?"

Priyanka Gandhi: বাংলায় ভোটের জন্যই কি বন্দে মাতরম ইস্যু? সংসদে বিজেপিকে নিশানা প্রিয়ঙ্কার
সংসদে প্রিয়ঙ্কা গান্ধীImage Credit source: Sansad TV

Dec 08, 2025 | 9:33 PM

নয়াদিল্লি: বন্দে মাতরমের সার্ধশতবর্ষ। সংসদের শীতকালীন অধিবেশনে বন্দে মাতরম নিয়ে ২ দিনের আলোচনা আজ (সোমবার) শুরু হয় লোকসভায়। সেখানে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত না হওয়ায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপাল্টা বন্দে মাতরম নিয়ে আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। বন্দে মাতরমকে বাংলায় ভোটের ইস্যু করা হচ্ছে কি না, সেই প্রশ্ন তোলেন।

বন্দে মাতরম নিয়ে আলোচনায় অংশ নিয়ে এদিন লোকসভায় ওয়েনাড়ের সাংসদ প্রিয়ঙ্কা বলেন, “আজকে এই বিতর্ক আমার আজব লাগছে। দেড়শো বছর ধরে এই গান দেশবাসীর হৃদয়ে রয়েছে। আমাদের দেশ ৭৫ বছর স্বাধীন হয়েছে। তাহলে আজ এই নিয়ে বিতর্কের কী দরকার? আমাদের এখানে উদ্দেশ্য কী? সাধারণ মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা আমরা কীভাবে পালন করছি, সেটা ভাবা দরকার। বন্দে মাতরম আমাদের জাতীয় গান। এর উপর কী বিতর্ক হতে পারে?”

এরপর তিনি নিজেই বলেন, “আজ আমরা এখানে দুটি কারণে এই নিয়ে বিতর্ক করছি। প্রথমত, বাংলায় ভোট আসছে। আর দ্বিতীয়ত, এদের লক্ষ্য, যাঁরা স্বাধীনতার জন্য লড়েছেন, আত্মত্যাগ করেছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনতে চায় সরকার। দেশের জ্বলন্ত ইস্যু থেকে নজর ঘোরাতে চায়। এই সরকার বর্তমান ও ভবিষ্যতের দিকে দেখতে চায় না।”

সংসদে বিজেপিকে আক্রমণ করে প্রিয়ঙ্কা বলেন, “আপনারা নির্বাচনের জন্য, আমরা দেশের জন্য। আমরা যত নির্বাচনই হারি, আমরা এখানে থেকে দেশের জন্য লড়ব।” ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশের জন্য কী কী উন্নয়ন করেছেন, সেই খতিয়ানও এদিন তুলে ধরেন প্রিয়ঙ্কা।