VIDEO: ডাক্তার দেখাতে এসেছিলেন, হাসপাতালেই ৭০ বছরের বৃদ্ধকে চড়, মেঝেতে ফেলে পেটালেন সেই ডাক্তারই! কেন?
Viral Video: ওই ব্যক্তির দাবি, রাজেশ মিশ্র নামক এক চিকিৎসক বিনা কারণেই তাঁকে মারধর করেছেন। স্লট অনুযায়ীই তিনি অপেক্ষা করছিলেন। কিন্তু চিকিৎসকের কাছে গেলে তিনি মারধর করেন।

ভোপাল: হাসপাতালে এসেছিলেন চিকিৎসা করাতে, কপালে জুটল মার! সত্তরোদ্ধ বৃদ্ধকে বেদম মার চিকিৎসকের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ও ভিডিয়ো। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও চিকিৎসক-হাসপাতালের কর্মীরা বিভিন্ন বয়ান দিচ্ছেন।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ছত্তরপুর জেলার একটি সরকারি হাসপাতালে। উদ্ধব সিং জোশী (৭০) নামক ওই বৃদ্ধ নৌগাঁওয়ের বাসিন্দা। আক্রান্ত বৃদ্ধের অভিযোগ, স্ত্রীকে ডাক্তার দেখাতে এনেছিলেন। দীর্ঘক্ষণ ধরে তিনি লাইনে অপেক্ষা করছিলেন। যখন তার পালা আসে, তখন বচসা শুরু হয়। কয়েকজন দাবি করেন যে তিনি লাইনের বাইরে থেকে এসেছেন। এই নিয়ে বচসার মাঝেই চিকিৎসক এসে তাঁকে চড় মারেন। এরপর মাটিতে ফেলে লাথিও মারেন বলেও অভিযোগ।
ये वीडियो देखिए 👇
यह मध्य प्रदेश के छतरपुर का सरकारी अस्पताल है, जहां एक 77 साल के बुजुर्ग मरीज को डॉक्टरों ने घसीटकर बाहर फेंक दिया।
ये बेहद अमानवीय और घटिया व्यवहार है, जिस पर #BJP सरकार खामोश है।
यह पहला मामला नहीं हैं, इससे पहले भी प्रदेश के अस्पतालों में मरीजों को बेहतर… pic.twitter.com/pE2YCDHZ22
— Mumbai Congress (@INCMumbai) April 20, 2025
ওই ব্যক্তির দাবি, রাজেশ মিশ্র নামক এক চিকিৎসক বিনা কারণেই তাঁকে মারধর করেছেন। স্লট অনুযায়ীই তিনি অপেক্ষা করছিলেন। কিন্তু চিকিৎসকের কাছে গেলে তিনি মারধর করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকে হাসপাতালের মধ্যেই টেনে হিঁচড়ে আনছেন দুই ব্যক্তি।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অত্যাধিক ভিড় ছিল। ওই বৃদ্ধ লাইন ভেঙে ঢোকার চেষ্টা করছিলেন। সেই নিয়েই বচসা হয়। তবে চিকিৎসকের মারধর করা গ্রহণযোগ্য নয় বলেই জানানো হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

