Morbi Bridge Collapse: সেতু ভেঙে পড়ার আগে ঠিক কী ঘটেছিল, দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 31, 2022 | 12:19 PM

Morbi Bridge Collapse: মোরবিতে ব্রিজ ভেঙে পড়ার আগের মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে সেখানে উপস্থিত যুবকরা সেতুর কেবল ধরে ঝাঁকাচ্ছিলেন। তারপরই ছিঁড়ে পড়ে সেতুটি।

গান্ধীনগর: মাচ্ছু নদীর তীর থেকে এখন শুধু ভেসে আসছে হাহাকার। স্বজনহারাদের আর্তনাদ। কেউ নিজে প্রাণে হয়ত বেঁচে গিয়েছেন। কিন্তু তাঁর ক্লান্ত চোখ তখনও খুঁজছে প্রিয়জনদের। এরকমই টুকরো টুকরো গল্প ঘোরাফেরা করছে এখন গুজরাটের মোরবি সেতুর কাছে। রবিবার সন্ধেয় এক ভয়াবহ সেতু দুর্ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। গত এক দশকে এরকম ঘটনা কেউ দেখেনি। এখনও পর্যন্ত সেতু ভেঙে মৃত্যু হয়েছে ১৪১ জনের। আর ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু দুর্ঘটনার আগের মুহূর্তে সেই সময় সেতুর উপর ৪০০ জনের বেশি মানুষের উপস্থিতি ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।

এদিকে গতকাল সেতু ভেঙে পড়ার আগের মুহূর্তের একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিছু যুবক সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, তখনও দুলছিল সেতুটি। কোনও ঠেস ছাড়া সেখানে দাঁড়িয়ে থাকা তখন দায়। সেই পরিস্থিতিতেও কয়েকজন যুবককে সেতুর দু’দিকের কেবল ধরে ঝাঁকুনি দিতে থাকেন। তারপর চোখের নিমেষে কেবল ছিঁড়ে নদীতে পড়ে যায় সেতুটি। হাবুডাবু খেতে খেতে বেশ কয়েকজন সেতুর পাটাতন ও কেবল ধরে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন। এখনও অবধি ১৭৭ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন অনেকে। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে এখনও।

প্রসঙ্গত, আগেই এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, সেই সময় মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল সেতুতে। সেখানে উপস্থিত অনেকেই সেতুটিকে ঝাঁকুনি দিচ্ছিলেন। আহমেদাবাদ থেকে আসা এক ব্যক্তি একথা জানিয়েছিলেন। তিনি সেতুর অর্ধেক গিয়ে বিপদের আশঙ্কা করে সেখান থেকে পরিবার নিয়ে ফিরে এসেছিলেন। তিনি কর্তৃপক্ষকে এই বিষয়ে জানালেও তাঁরা কোনও কর্ণপাত করেননি বলে জানিয়েছিলেন তিনি। এরপর কী ঘটেছে তা দেখল গোটা দেশ।

Published on: Oct 31, 2022 12:14 PM