
আহমেদাবাদ: তিন দিনের মাথায় হদিশ মিলল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানে অন্য সকল ২৪২ জন যাত্রীর মধ্যেই ছিলেন তিনি।
দুর্ঘটনার পর পর দেশের মানুষ নিশ্চিত হয়ে গিয়েছিল বিমানে থাকা কোনও যাত্রী হয় তো বাঁচবেন না। তবে তেমনটা ঠিক হয়নি। বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ বেঁচেছে একজন যাত্রীর। তাঁর নাম বিশ্বাস কুমার রমেশ। তাঁকে বাদ দিয়ে আর কেউ রক্ষা পাননি। প্রাণ বাঁচেনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীরও।
রবিবার সকাল ১১টার সময় DNA ম্যাচিংয়ের মধ্যে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ চিহ্নিত করেছেন চিকিৎসকরা। তারপর রূপানী পরিবারের হাতে সৎকারের জন্য তুলে দেওয়া হয় দেহ। জানা গিয়েছে, লন্ডনে স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার দু-দু’বার টিকিট কেটেছিলেন তিনি।
প্রথমে তিনি টিকিট বুক করেছিলেন ১৯ মে। ফেরার টিকিট ছিল ২৫ জুন। কিন্তু জরুরি কিছু কাজের জন্য সেই টিকিট বাতিল করে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরপর লন্ডন যাওয়ার দিন এগিয়ে এনে ৫ জুনের টিকিট কাটেন তিনি। কিন্তু সেই টিকিটটিও পরবর্তীতে বাতিল হয়ে ১২ তারিখের টিকিট বুক করা হয়। আর সেই দিনেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও আরও ৩২ জনের দেহ শনাক্ত করেছেন চিকিৎসকরা। যার মধ্যে ১৪ জনের দেহ তুলে দেওয়া হয়েছে তাদের পরিবার-পরিজনের হাতে।