ভাদোদরা: মঞ্চে বক্তব্য পেশ করার সময় অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। রবিবার ভাদোদরায় পুরভোটের প্রচারে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভাষণ দেওয়ার সময় হঠাৎই গা ছেড়ে দেয় তাঁর। পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর নিরাপত্তা রক্ষী। তিনিই ধরে ফেলেন। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের খবর, আপাতত স্থিতিশীল তিনি।
वडोदरा में चुनावी सभा में भाषण करते वक्त @CMOGuj @vijayrupanibjp मंच पे गिर पड़े बताया जा रहा अचानक रुपानी को चककर आ गया
विजय रुपाणी की तबियत अब ठीक बताई जा रही है उनका इलाज कर रहे डॉक्टर्स के अनुसार लगातार स्ट्रेस के कारण उनका BP लो हो गया था @indiatvnews pic.twitter.com/TkPKn0jXIY— Nirnay Kapoor (@nirnaykapoor) February 14, 2021
এদিন ভাদোদরার নিজামপুরায় পুরভোটের প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সেখানে একটি জনসভায় বক্তব্য পেশ করার সময় হঠাৎই কাঁপতে কাঁপতে পড়ে যান মুখ্যমন্ত্রী। সঙ্গী নিরাপত্তারক্ষী তৎক্ষনাৎ ধরে ফেলেন। ছুটে আসেন মঞ্চে উপবিষ্টরা। এরপরই তাঁকে প্রাথমিক চিকিৎসার পর আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানেই হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় বিজেপি নেতা ভারত ডাঙ্গার জানান, গত দু’ দিন ধরে শরীর খুব একটা ভাল ছিল না মুখ্যমন্ত্রীর। তবু পর পর দু’টি নির্বাচনী সভা করেন তিনি। শনিবার জামনগরের পর রবিবার ভাদোদরায় প্রচারে যান। সেখানেই এই ঘটনা। উল্লেখ্য, আগামী ২১ ফেব্রুয়ারি ভাদোদরা-সহ মোট ছ’টি পুর নিগমের ভোট। গত কয়েকদিন ধরে টানা সে ভোটেরই প্রচার করছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।