মঞ্চে বক্তব্য পেশের সময় হঠাৎই কাঁপতে কাঁপতে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী

স্থানীয় বিজেপি নেতা ভারত ডাঙ্গার জানান, গত দু' দিন ধরে শরীর খুব একটা ভাল ছিল না মুখ্যমন্ত্রীর। তবু পর পর দু'টি নির্বাচনী সভা করেন তিনি।

মঞ্চে বক্তব্য পেশের সময় হঠাৎই কাঁপতে কাঁপতে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী
মঞ্চেই পড়ে যান গুজরাতের মুখ্যমন্ত্রী।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 15, 2021 | 12:22 PM

ভাদোদরা: মঞ্চে বক্তব্য পেশ করার সময় অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। রবিবার ভাদোদরায় পুরভোটের প্রচারে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভাষণ দেওয়ার সময় হঠাৎই গা ছেড়ে দেয় তাঁর। পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর নিরাপত্তা রক্ষী। তিনিই ধরে ফেলেন। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের খবর, আপাতত স্থিতিশীল তিনি।

এদিন ভাদোদরার নিজামপুরায় পুরভোটের প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সেখানে একটি জনসভায় বক্তব্য পেশ করার সময় হঠাৎই কাঁপতে কাঁপতে পড়ে যান মুখ্যমন্ত্রী। সঙ্গী নিরাপত্তারক্ষী তৎক্ষনাৎ ধরে ফেলেন। ছুটে আসেন মঞ্চে উপবিষ্টরা। এরপরই তাঁকে প্রাথমিক চিকিৎসার পর আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানেই হাসপাতালে ভর্তি করানো হয়।

স্থানীয় বিজেপি নেতা ভারত ডাঙ্গার জানান, গত দু’ দিন ধরে শরীর খুব একটা ভাল ছিল না মুখ্যমন্ত্রীর। তবু পর পর দু’টি নির্বাচনী সভা করেন তিনি। শনিবার জামনগরের পর রবিবার ভাদোদরায় প্রচারে যান। সেখানেই এই ঘটনা। উল্লেখ্য, আগামী ২১ ফেব্রুয়ারি ভাদোদরা-সহ মোট ছ’টি পুর নিগমের ভোট। গত কয়েকদিন ধরে টানা সে ভোটেরই প্রচার করছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।