VIP Motion Pictures: দলাই লামার জন্মদিনের জন্য গান তৈরি করল ভিআইপি মোশন পিকচার্স

VIP Motion Pictures: বিকাশ পরাশর আরও লিখেছেন যে এই বিশেষ গানটি তৈরির জন্য দলাই লামা এবং তিব্বতের 'ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস (টিআইপিএ)'-এর সঙ্গে কাজ করা ভিআইপি মোশন পিকচার্সের জন্য অত্যন্ত সম্মানের।

VIP Motion Pictures: দলাই লামার জন্মদিনের জন্য গান তৈরি করল ভিআইপি মোশন পিকচার্স

Jul 09, 2025 | 11:27 PM

নয়া দিল্লি: গত ৬ জুলাই পালিত হয় দলাই লামার ৯০তম জন্মদিন। এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওই দিন। সেখানে উপস্থিত ছিলেন ভারত সরকারের কয়েকজন আধিকারিক। আর সেই অনুষ্ঠানের জন্য দালাই লামার উদ্দেশে একটি গান তৈরি করা হয়। ভিআইপি মোশন পিকচার্সের তরফে বিকাশ পরাশর সেই তথ্য প্রকাশ করেছেন।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিকাশ পরাশর জানিয়েছেন, “ভিআইপি মোশন পিকচার্সের জন্য আরও একটি গর্বের মুহূর্ত। দলাই লামার ৯০তম জন্মদিনের থিম সং-টি উপস্থাপন করতে পেরে আমি সম্মানিত। তিনি শান্তি এবং করুণার প্রতীক।”

বিকাশ পরাশর আরও লিখেছেন যে এই বিশেষ গানটি তৈরির জন্য দলাই লামা এবং তিব্বতের ‘ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস (টিআইপিএ)’-এর সঙ্গে কাজ করা ভিআইপি মোশন পিকচার্সের জন্য অত্যন্ত সম্মানের। শুধুমাত্র এই গানটি তৈরি করাই একটা বিশেষ কাজ তাই নয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি আমাদের স্মৃতিতে চিরকাল থাকবে।

উল্লেখ্য, দলাই লামা শান্তির প্রতীক। তিব্বতের মুক্তির জন্য অহিংস সংগ্রামের জন্য তিনি ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন।