‘বিদায় নাকি কিডন্যাপ’, নতুন বউয়ের অবস্থা দেখে নানা মজার কমেন্ট…

Funny Vidai Video: আর সব ছেড়ে নতুন জায়গায় যাওয়া সহজ নয়। বিদায়ের সময় নতুন বউয়ের কান্না স্বাভাবিক বিষয়। কখনও কখনও এই মুহূর্তগুলোও অনেকের কাছে মজার হয়ে দাঁড়ায়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিদায় নাকি কিডন্যাপ, নতুন বউয়ের অবস্থা দেখে নানা মজার কমেন্ট...
Image Credit source: Prathamesh Dixit/Getty Images Creative

Jul 04, 2025 | 8:25 PM

বিয়ে কার্যত প্রত্যেকের জীবনেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। আনন্দের মুহূর্তও। তবে এর মধ্যে কিছুটা খারাপ লাগাও থাকে। বিয়ের পর স্বামীর বাড়ি যাওয়ার মুহূর্তটাও তাই। নিজের বাড়ির নানা স্মৃতি, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত চোখের সামনে ভাসতে থাকে। আর সব ছেড়ে নতুন জায়গায় যাওয়া সহজ নয়। বিদায়ের সময় নতুন বউয়ের কান্না স্বাভাবিক বিষয়। কখনও কখনও এই মুহূর্তগুলোও অনেকের কাছে মজার হয়ে দাঁড়ায়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

একটা মেয়ের কাছে যেমন বিয়ের পর বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যাওয়ার মুহূর্তটা কষ্টের তেমনই তাঁর পরিবারের কাছেও। মেয়ের কান্নাই শুধু, পরিবারের বাকিদেরও কাঁদতে দেখা যায়। তবে এই ভিডিয়োতে নানা মজার কমেন্টই। বিদায় হচ্ছে নাকি নতুন বউকে কিডন্যাপ করা হচ্ছে, এরকম কমেন্টও আসছে।

ভিডিয়োতে দেখা এবং শোনা যাচ্ছে এমনই মুহূর্ত। বিয়ের পর নতুন বউ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে যাচ্ছেন, ‘হম নেহি জায়েঙ্গে (আমি যাব না)’। অনেকেই তাঁকে ঠেলে গাড়িতে তোলার চেষ্টা করছেন। কিন্তু সফল হননি। এরপর দেখা যায় কার্যত জোর করে, তাঁকে পাজাকোলা করে গাড়িতে বসানো হচ্ছে। এই দেখেই মন্তব্য উড়ে আসছে, এ কী বিদায় হচ্ছে নাকি অপহরণ!

সোশ্যাল মিডিয়ায় @prajapati.singar অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। লক্ষাধিক মানুষ এই ভিডিয়ো দেখেছে। ঝাঁকে ঝাঁকে কমেন্ট হচ্ছে সেখানে। কিডন্যাপের পাশাপাশি, একজন কমেন্ট করেছেন, প্রচণ্ড দুঃখের মধ্যেও হাসি পাচ্ছে। আবার একজন লিখেছেন, বাচ্চারা প্রথমবার স্কুলে যাওয়ার সময় এভাবেই কাঁদে।