VIRAL VIDEO: গেটের কাছেও আসেনি! ট্রেনে ডেলিভারি করতে গিয়ে ‘মারণ ঝাঁপ’, ক্ষতিপূরণের বদলে জরিমানা হল ওই ডেলিভারি এজেন্টেরই!
Train Video: ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছেন সুইগির এক ডেলিভারি এজেন্ট। ট্রেন বেশ গতি নিয়ে নেওয়ায় নামতে গিয়ে ভারসাম্য হারান ওই যুবক এবং মুখ থুবড়ে পড়েন। বিজয় আনন্দ নামক এক ব্যক্তি গোটা ঘটনাটি রেকর্ড করেন এবং তা ইন্সটাগ্রামে পোস্ট করেন।

বিজয়ওয়াড়া: প্রাণের ঝুঁকি নিয়ে ডেলিভারি। খাবার ডেলিভারি করে নামতে গিয়ে ট্রেন থেকে কার্যত ঝাঁপ দিতে হল সুইগির এক ডেলিভারি বয়কে। স্টেশনে গড়িয়ে পড়েন ওই যুবক। বেশ চোটও পান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। গোটা ঘটনায় ডেলিভারি এজেন্টদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে মানবিকতাও প্রশ্নের মুখে পড়েছে।
ভাইরাল ভিডিয়োটি গত ৬ জানুয়ারির। অন্ধ্র প্রদেশের অনন্তপুর রেলওয়ে স্টেশনে ঘটেছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছেন সুইগির এক ডেলিভারি এজেন্ট। ট্রেন বেশ গতি নিয়ে নেওয়ায় নামতে গিয়ে ভারসাম্য হারান ওই যুবক এবং মুখ থুবড়ে পড়েন।
বিজয় আনন্দ নামক এক ব্যক্তি গোটা ঘটনাটি রেকর্ড করেন এবং তা ইন্সটাগ্রামে পোস্ট করেন। তিনি লেখেন, “১-২ মিনিটের হল্ট ছিল। যাত্রী ফার্স্ট এসি-তে ছিলেন, একাধিক দরজা ছিল ওই কামরায়। যতক্ষণে খাবার ডেলিভারি করেন, ততক্ষণে ট্রেন চলতে শুরু করেছিল। প্রাণের ঝুঁকি নিয়েই ওই ডেলিভারি এজেন্টকে চলন্ত ট্রেন থেকে নামতে হয় কারণ তার ব্যাগ ও বাইক স্টেশনের বাইরে রাখা ছিল।”
⚠️Anantapur, Andhra Pradesh: a Swiggy delivery guy fell while getting down from a moving train due to a 1–2 minute halt. Passenger was in 1st AC; train started before the handover was completed. He could have lost his life. 18464 (Prashanti Express) pic.twitter.com/fvjOzqg6kX
— Deadly Kalesh (@Deadlykalesh) January 9, 2026
ওই ব্যক্তি আরও লিখেছেন যে পেটের টানে খাবার ডেলিভারি করতে গিয়ে ওই যুবকের প্রাণও যেতে পারত। প্রশান্তি এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। ওই ডেলিভারি এজেন্টের জন্য ক্ষতিপূরণেরও দাবি করেন তিনি। একইসঙ্গে ১০ মিনিটের ট্রেন ডেলিভারি ব্যবস্থা বয়কটের দাবিও করেন।
ওই ভিডিয়োতে অনেকেই কমেন্ট করেছেন যে ওই যাত্রীর উচিত ছিল অন্তত গেট থেকে পার্সেল নিয়ে আসা। আরও চাঞ্চল্য়কর বিষয় হল, প্রাণের ঝুঁকি নিয়ে খাবার ডেলিভারি করার পরও, তাঁকে তো ক্ষতিপূরণ দেওয়ার বদলে উল্টে জরিমানা করা হয়েছে। যিনি ভিডিয়ো পোস্ট করেছিলেন, তিনিই পোস্ট করে লিখেছেন যে রেলওয়ের নিয়ম লঙ্ঘন করার জন্য ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই ডেলিভারি এজেন্টকে। যদিও রেলের তরফে এই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
