AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: মাথাভাঙায় হৃদরোগে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, SIR নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে পরিবার! পাশে দাঁড়াল তৃণমূল

Mathavanga: মাথাভাঙা ২ ব্লকের আঙ্গারকাটা পরাডুবি গ্রাম পঞ্চায়েতের খাটেরবাড়ি ২/১১৮ নম্বর বুথ এলাকায় বাড়ি রহমান বস্তাদারের (৬৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রহমান বস্তাদারের ছেলের নামে SIR এর হেয়ারিংয়ের নোটিস আসে। শনিবার সকালে তিনি বিএলও-র বাড়িতে SIR সংক্রান্ত তথ্য জানতে যান।

SIR in Bengal: মাথাভাঙায় হৃদরোগে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, SIR নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে পরিবার! পাশে দাঁড়াল তৃণমূল
চাপানউতোর এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 24, 2026 | 4:27 PM
Share

মাথাভাঙা: মাথভাঙার পরাডুবিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধর। ফের জুড়ে যাচ্ছে এসআইআর তত্ত্ব। পরিবারের অভিযোগ SIR আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই বৃদ্ধ। মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের। কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শাসকদলের নেতারা। রাজনৈতিক মহলে চাপানউতোর। শুরু থেকেই SIR নিয়ে সুর চরমে তুলেছে তৃণমূল কংগ্রেস। আতঙ্কে অনেকের প্রাণ যাচ্ছে অযথা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, এই অভিযোগ তুলেই রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। এরইমধ্যে সামনে এল মাথাভাঙার ঘটনা। তা নিয়েই নতুন করে শুরু হয়েছে চর্চা। 

মাথাভাঙা ২ ব্লকের আঙ্গারকাটা পরাডুবি গ্রাম পঞ্চায়েতের খাটেরবাড়ি ২/১১৮ নম্বর বুথ এলাকায় বাড়ি  রহমান বস্তাদারের (৬৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রহমান বস্তাদারের ছেলের নামে SIR এর হেয়ারিংয়ের নোটিস আসে। শনিবার সকালে তিনি বিএলও-র বাড়িতে SIR সংক্রান্ত তথ্য জানতে যান। তারপর থেকেই খুবই চিন্তায় ছিলেন। এরইমধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। প্রবল যন্ত্রণা শুরু হলে দ্রুত তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। খবর শুনেই শোকে পাথর হয়ে যান পরিবারের সদস্যরা। 

ঘটনার খবর পেয়ে সেই বাড়িতে আসেন তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক কমলেশ চন্দ্র অধিকারী। তাঁর সামনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ক্ষোভ উগরে দেন কমিশনের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।