
নয়াদিল্লি: রাত পোহালেই বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন। শুধু বাংলা নয়, একেবারে দেশের মোট ১২টি রাজ্য়ে হতে চলেছে SIR। কবে, কোন প্রক্রিয়া? কবে আসবে বিএলও? কবে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা? সবটাই ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে একটা বিষয় এখনও উদ্বেগের। তা হল, কোন শর্তে বাদ যেতে পারে ভোটারের নাম? ২০০২ সালের তালিকায় নাম থাকতে হবে, নথি দিতে হবে, এই সব কিছুই জানিয়েছে কমিশন। কিন্তু কোন শর্ত লঙ্ঘন একজন ভোটারের নাম বাদ যেতে পারে, সেটা কি জানিয়েছে তারা?
মোট ১১টি নথি যার মধ্য়ে একটি বা দু’টি দিতেই হবে একজন ভোটারকে। কমিশন জানিয়েছে –
যদিও এই ১১টি ছাড়াও রয়েছে ১২নং নথি হিসাবে রয়েছে আধার কার্ড। অবশ্য কমিশন জানিয়েছে, সেটিকে নাগরিকত্ব প্রমাণ হিসাবে ধরবে না তাঁরা। মান্যতা দেওয়া হবে পরিচয় পত্র হিসাবে। কমিশন আরও জানিয়েছে, কোনও ভোটার বা তাঁর বাবা-মায়ের নাম শেষ এসআইআর চূড়ান্ত তালিকায় অর্থাৎ বাংলার ক্ষেত্রে ২০০২ সালে ভোটার তালিকায় থাকলে তাঁদের কোনও নথিই প্রয়োজন হবে না।
খুব সহজ কথা, যা জানিয়েছে কমিশনও। এই ১১টি নথির মধ্যে কোনওটিই না থাকলে সেই ব্য়ক্তি পড়বেন প্রশ্নের মুখে। বাদ যেতে পারে তাঁর নাম। এছাড়াও, ভোটার তালিকায় কারওর নাম না থাকলে, কোনও ভোটার মৃত হলে, আপনি যে ভারতীয় নাগরিক তা প্রমাণে ব্যর্থ হলেই বাদ যাবে নাম। আটকাতে পারবে না কেউই।