
নয়াদিল্লি: ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে সেগুলির শুনানির সম্ভাবনা। তারই মধ্যে মঙ্গলবার থেকে দেশে কার্যকর হল ওয়াকফ আইন। এদিন এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে কেন্দ্র। একইসঙ্গে এদিন সুপ্রিম কোর্টেও কেন্দ্রের তরফে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। ওয়াকফ আইনের বিরোধিতা করে মামলাগুলিতে কোনও রায় দেওয়ার আগে যেন কেন্দ্রের বক্তব্য শোনা হয়, সেজন্যই এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে।
সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে ওয়াকফ বিল পাশ করাতে তৎপর ছিল কেন্দ্র। গত সপ্তাহের বুধবার লোকসভায় প্রায় ১২ ঘণ্টা বিতর্কের পর বিলটি পাশ হয়। বিলের পক্ষে ভোট পড়ে ২৮৮টি। আর বিলের বিপক্ষে ২৩২টি ভোট পড়ে। পরদিন রাজ্যসভায় বিলটি পেশ করা হয়। সেখানেও প্রায় ১৩ ঘণ্টা বিতর্কের পর বিলটি পাশ হয়। পক্ষে ভোট পড়ে ১২৮টি। আর বিপক্ষে ৯৫ জন সাংসদ ভোট দেন।
সংসদের দুই কক্ষে বিলটি পাশ হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি তা অনুমোদন করেন। তারপরই বিলটি আইনে পরিণত হয়। আর এদিন থেকে আইনটি দেশে কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র।
এদিকে, ওয়াকফ আইনের বিরোধিতা করে একের পর এক মামলা হয় সুপ্রিম কোর্টে। এখনও পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। আগামী ১৬ এপ্রিল মামলাগুলি শুনতে পারে শীর্ষ আদালত। এই অবস্থায় শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র। ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলায় কোনও রায় দেওয়ার আগে কেন্দ্রের বক্তব্য শোনার আবেদন জানানো হয়েছে।