নয়া দিল্লি: কথা ছিল, সন্ধ্যা ৭ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হবেন রাজ্যপাল। কিন্তু, কিছুটা নজিরবিহীনভাবেই বৃহস্পতিবার নির্ধারিত সময়ের আগে অমিত শাহের বাসভবনে পৌঁছে যান জগদীপ ধনখড়। সূত্রের খবর, প্রায় দেড় ঘণ্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। যদিও কী বিষয়ে তাঁদের দুজনের আলোচনা হয়েছে, তা সরকারিভাবে কোনও তরফেই জানানো হয়নি। তবে আলোচনার প্রসঙ্গে যে অবশ্যই পশ্চিমবঙ্গ ছিল, তা আলাদা করে বলে দেওয়ার কোনও প্রয়োজন পড়ে না।
তাৎপর্যপূর্ণভাবে, বৈঠকে পর রাজ্যপাল টুইট করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও একটি টুইট করা হয়েছে। কিন্তু, কী কারণে এই সাক্ষাৎ, বা কী বিষয়ে দুজনের আলোচনা হল, তা কোথাও উল্লেখ করা হয়নি। অথচ, বুধবার দিল্লিতে পা রাখার পর থেকে রাজ্যপাল যে ক’জন ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ অথবা বৈঠক করেছেন, তাঁদের সবার সঙ্গেই বৈঠকের পর টুইটে কিছুটা আভাস দিয়েছেন আলোচনার সম্পর্কে। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের পরও একে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে উল্লেখ করেছিলেন। কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি টুইটারে শুধুই লিখলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বাসভবনে কথা বললাম।”
Had interaction @AmitShah Union Home Minister today at his residence. pic.twitter.com/JuHyYP3Lov
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2021
The Governor of West Bengal, Shri @jdhankhar1 met Union Home Minister Shri @AmitShah. pic.twitter.com/cx1NSwk4GY
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 17, 2021
আরও পড়ুন: মুকুলের বিধায়ক পদ খারিজের চিঠি নিয়ে বিধানসভায় গিয়ে বিফল মনোরথ শুভেন্দু
কী নিয়ে কথা? কী উদ্দেশ্যে কথা? কিছুই লিখলেন না। এখানেই উৎকণ্ঠা দানা বাঁধছে রাজ্যের শাসকদলের অন্দরে। যে রাজ্যপাল টুইটারে নিজের ‘অতিসক্রিয়তার’ জন্য চর্চিত, তাঁর এহেন একলাইনের টুইট জল্পনাও বৃদ্ধি করছে। তবে কি বিজেপি নেতাদের আলোচনায় থাকা ৩৫৬ ধারা নিয়েই কোনও কথা হয়েছে? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর অধরা। সূত্রের খবর, আগামিকাল সকালেই কলকাতা ফিরতে পারেন ধনখড়। তার পর তিনি মুখ খোলেন কি না, খুললেও কী বলেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: দ্বিগুণ চাঁদা দিতে হবে তৃণমূল বিধায়কদের, দলের কোষাগার ভরতে সিদ্ধান্ত নেতৃত্বের