IMF praises India: এআই অগ্রগতি থেকে সংস্কার, ভারতের প্রশংসা করে কী বললেন IMF প্রধান?

IMF Chief praises India development: ভারতের প্রশংসা করে আইএমএফ প্রধান বলেন, “AI-র সঙ্গে ভারতের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় থাকার জন্য ভারত যেভাবে AI-কে কাজে লাগাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”

IMF praises India: এআই অগ্রগতি থেকে সংস্কার, ভারতের প্রশংসা করে কী বললেন IMF প্রধান?
ভারতের উন্নয়নের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

Jan 23, 2026 | 11:52 AM

নয়াদিল্লি: ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় এসেই মেক ইন ইন্ডিয়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সংস্থা ভারতে তাদের উৎপাদন বাড়ায়। শুধু মেক ইন ইন্ডিয়া আহ্বান নয়, ভারতের বাণিজ্য বিস্তারে আরও একাধিক সংস্কারে হাত দেয় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে আন্তর্জাতিক হাব হয়ে উঠছে ভারত। এবার ভারতের এই উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ হলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা। ভারতের এআই অগ্রগতির প্রশংসা করে তিনি বললেন, “AI ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তি ভারত।” ভারতের AI অগ্রগতির প্রতি IMF-এর গভীর শ্রদ্ধা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইএমএফ প্রধান বলেন, “সংস্কার, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং আইটি-দক্ষ মানবসম্পদের ক্ষেত্রে উন্নয়নের জন্য আমরা সত্যিই ভারতের প্রশংসা করি।” IMF প্রধানের এই মন্তব্যের আগেই তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব AI ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক অবস্থান নিয়ে IMF-র আগের একটি মন্তব্যের প্রতিবাদ করেছিলেন। অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং অনুযায়ী AI ক্ষেত্রে ভারত বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। এবং তাই ভারতকে ‘দ্বিতীয় স্তরের দেশ’ হিসেবে দেখানো ঠিক নয়। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পর ক্রিস্টালিনা জর্জিয়েভা এই বিতর্ককে ‘ছোটখাটো বিভ্রান্তি’ বলে উল্লেখ করেন। তাঁর দাবি, আলোচনার সময় সঞ্চালক IMF-এর অবস্থান ভুলভাবে উপস্থাপন করেছিলেন। তিনি বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট, AI উন্নয়নে ভারত অন্যতম প্রধান শক্তি।”

আন্তর্জাতিক ক্ষেত্রে AI-র গুরুত্ব তুলে ধরে IMF প্রধান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব অর্থনীতির উৎপাদনশীলতা ও বৃদ্ধি বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে। তাঁর কথায়, “AI-র ফলে আন্তর্জাতিক বৃদ্ধি প্রায় ০.৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আমরা মনে করছি।” ভারতকে ‘ডায়নামিক অর্থনীতি’-র দেশ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “AI-র সঙ্গে ভারতের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় থাকার জন্য ভারত যেভাবে AI-কে কাজে লাগাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”

শেষে ভারতের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আশা ব্যক্ত করে IMF প্রধান বলেন, “বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও ভারত একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি খুব শিগগিরই ভারতে আসছি এবং তা নিয়ে আমি ভীষণ উৎসাহী।” প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ইন্ডিয়া–AI সামিটে অংশ নেওয়ার কথা রয়েছে ক্রিস্টালিনা জর্জিয়েভার।