
শ্রীনগর: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে পর্যটকদের কান্না, বাঁচানোর জন্য আর্তি শোনা যাচ্ছে। স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রীর আকুতির ছবি ধরা পড়েছে ভিডিয়োয়। কীভাবে জঙ্গিরা এসে পর্যটকদের উপর হামলা চালাল, সেকথাও জানালেন তাঁরা।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালানো হয়। হামলায় এখনও পর্যন্ত এক পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
হামলার পরমুহূর্তের একটি ভিডিয়ো সামনে এসেছে। ওই ভিডিয়োতে দেখা যায়, কাঁদতে কাঁদতে এক মহিলা বলেন, “আমরা ভেলপুরি খাচ্ছিলাম। সেইসময় একজন আমার স্বামীকে গুলি করে।” তিনি বলেন, “তারা বলছিল আমার স্বামী তাদের ধর্মের নয়। বলেই গুলি চালায়।” বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। ভিডিয়োতে এক নাবালককে দেখা যায়। কী করবে, কিছুই বুঝতে পারছে না। যে ব্যক্তি ভিডিয়ো করছিলেন, তিনি তাকে সান্ত্বনা দেন। বলেন, “আমরা সঙ্গে রয়েছি।”
ভিডিয়োতে আরও কয়েকজনকে দেখা যায়। কান্নায় ভেঙে পড়েন এক মহিলা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “দয়া করে আমার স্বামীকে বাঁচান। আমাদের সাহায্য করুন।” যে ব্যক্তি ভিডিয়ো করছিলেন, তিনি ওই মহিলাকে সান্ত্বনা দেন। ভিডিয়োতে দুই ব্য়ক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
হামলার পরমুহূর্তের এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে একটি সংবাদমাধ্যমের তরফে। তাদের এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিয়োটি এখানে দেওয়া হল। ভিডিয়োতে রক্তাক্ত দেহ রয়েছে। ভিডিয়োটি আপনাকে বিচলিত করতে পারে।
जम्मू-कश्मीर के पहलगाम में पर्यटक रिसॉर्ट पर आतंकी हमला, अमरनाथ यात्रा से पहले सुरक्षा पर सवाल#पहलगाम, जम्मू-कश्मीर – अमरनाथ यात्रा की तैयारियों के बीच, सोमवार को पहलगाम क्षेत्र स्थित एक पर्यटक रिसॉर्ट पर आतंकी हमला होने की सूचना है। हमले में कई पर्यटक घायल हुए हैं, जिनमें एक… pic.twitter.com/62A11k7frB
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) April 22, 2025
সন্ত্রাসবাদী এই হামলার পরই সৌদি আরব থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার তীব্র নিন্দা করেন। প্রধানমন্ত্রী বলেন, হামলাকারীরা ছাড়া পাবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর উচ্চপর্যায়ের বৈঠক করেন শাহ। পরিস্থিতিতে খতিয়ে দেখতে তড়িঘড়ি শ্রীনগর রওনা দেন তিনি।