Weather Latest Update: গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে আবহাওয়া, মার্চেই ৪০ ডিগ্রির জ্বালা, আবার দোলে ভাসাবে বৃষ্টিও! লেটেস্ট আপডেটটা জেনে রাখুন
Weather Forecast: বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি পৌছতে পারে দোলের সময়।

নয়া দিল্লি: এই গরম তো, এই বৃষ্টি! চরম খামখেয়ালীপনা। কখন যে আবহাওয়া কেমন থাকবে, তা বুঝতেই পারছেন না সাধারণ মানুষ। কলকাতায় যেখানে মার্চ মাসেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, সেখানেই দিল্লি আবার বৃষ্টিতে ভাসবে হোলির দিন। দোলের ছুটিতে যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, তাদের জন্যও চিন্তার খবর। জম্মু-কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ- বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
গুজরাটে বইছে তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পার করে গিয়েছে বিভিন্ন জেলায়। একই অবস্থা হতে চলেছে পশ্চিমবঙ্গেও। চৈত্র মাস পড়লেই তাপপ্রবাহের জ্বালা সইতে হবে। ইতিমধ্যেই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি পৌছতে পারে দোলের সময়। এদিকে, উত্তরবঙ্গের ৪ জেলায় আবার থাকছে বৃষ্টির সম্ভাবনা।
খামখেয়ালী ভাব দেখা যাচ্ছে দিল্লিতেও। মার্চ মাসেই দিল্লিতে মে মাসের গরম অনুভূত হচ্ছে। তবে মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল হোলিতে বৃষ্টিপাত হতে পারে, এর ফলে আগামী ৩-৪ দিনে দিল্লিতে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে।
অন্যদিকে, ১৩ থেকে ১৬ মার্চ জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তুষারপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ় এবং পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থানে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, পূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরেকটি ঘূর্ণাবর্ত পূর্ব অসম এবং তৎসংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে। এই সিস্টেমগুলির প্রভাবে ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১৩ তারিখ অর্থাৎ আজ অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া (প্রতি ঘন্টা ৩০-৪০ কিমি গতিবেগ) বওয়ার সম্ভাবনা রয়েছে।





