SIR in Bengal: জঙ্গলমহলকে নিয়ে শাহের দরবারে শমীক, সঙ্গী ঝাড়খণ্ডের নেতা! দিল্লিতে কী সমীকরণ?
Samik Bhattacharya in Delhi: এই অভিযোগ নতুন নয়, পুরনো, বহু চর্চিত। তা হলে ভোটের আগে এই একটা ইস্যুকে কেন্দ্র করে কেন নয়াদিল্লিতে ছুটতে হল তাঁকে? সঙ্গে করে আবার ঝাড়খণ্ডের সাংসদকে কেন নিয়ে গেলেন তিনি? বিজেপির অন্দরমহল মারফৎ জানা গিয়েছে, জঙ্গলমহলের রাজনীতি নিয়ে সরব গেরুয়া শিবির।

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে সরব হয়েছিলেন মোদী। বলেছিলেন, দেশের সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলে যাচ্ছে। রাজ্যের ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের পূর্বে এই ‘ডেমোগ্রাফি বদল’ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর অভিযোগ, গত ১১ বছরে রাজ্যে সীমান্তবর্তী জেলাগুলির জনবিন্যাস ৯০ শতাংশ বদলে গিয়েছে।
এবার সেই ‘জনবিন্যাস বদল’ বদল ইস্যুতে শাহের দরবারে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দিল্লিতে গিয়েছেন বিজেপি সাংসদ। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই বৈঠকে শমীকের সঙ্গে যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ দীপক প্রকাশ।
কী আলোচনা হল?
সূত্রের খবর, বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে বলেই শাহের কাছে অভিযোগ করেছেন শমীক। এই অভিযোগ নতুন নয়, পুরনো, বহু চর্চিত। তা হলে ভোটের আগে এই একটা ইস্যুকে কেন্দ্র করে কেন নয়াদিল্লিতে ছুটতে হল তাঁকে? সঙ্গে করে আবার ঝাড়খণ্ডের সাংসদকে কেন নিয়ে গেলেন তিনি? বিজেপির অন্দরমহল মারফৎ জানা গিয়েছে, জঙ্গলমহলের রাজনীতি নিয়ে সরব গেরুয়া শিবির।
এতদিন পর্যন্ত উত্তর ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ কিংবা নিউটাউনের মতো এলাকাকে হাতিয়ার করে জনবিন্যাস ইস্য়ুতে সুর চড়িয়েছিল বিজেপি। তবে এবার সেই বার্তায় খানিক বদল বা বলা চলে আরও তথ্যের বাহার এনেছে তাঁরা। ঝাড়খণ্ড এবং ওই রাজ্য লাগোয়া বাংলার জেলাগুলি বিশেষ করে, জঙ্গলমহল এলাকা, পুরুলিয়া, ঝাড়গ্রামেও জনবিন্যাসের বদল ঘটছে বলে অভিযোগ শমীকের।
বলে রাখা প্রয়োজন, জঙ্গলমহল ও ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। রাজ্যের শাসক শিবির তুলনামূলক এগিয়ে থাকলেও মোটমুটি ভাবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় লোকসভার প্রাপ্ত ভোটের নিরিখে একেবারে শাসকশিবিরের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি। অবশ্য ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের সিংহভাগ আসন পেয়েছিল বিজেপি। একমাত্র ঘাটাল ছিল তৃণমূলের। কিন্তু ২০২৪-এ তৃণমূলের কাছে ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। তাই কি জনবিন্যাসে নজর?
