‘নতুন ইতিহাসের দিকে এগোচ্ছি’, জয়ের কারণও তুলে ধরছেন পটনার বিজেপি নেতারা
বিহারে বিধানসভার আসন সংখ্যা ২৪৩। কারা সরকার গড়বে? NDA এবং মহাগঠবন্ধন কতগুলি আসন পেতে পারে? এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছিল, ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পরই। কিন্তু, ভোটগণনার সকাল থেকে বিহারে যে এনডিএ ঝড় উঠবে, তা বোধহয় কেউ ভাবতে পারেনি। বুথফেরত সমীক্ষাগুলি এনডিএ-কে এগিয়ে রেখেছিল। কিন্তু, প্রায় ২০০ আসনে এগিয়ে যাবে এনডিএ, তা বোধহয় কেউ ভাবতে পারেনি। তাই পটনার বিজেপি নেতারা বলছেন, "আপনারা আমাদের বাধাই দিতে পারেন। নতুন ইতিহাসের দিকে এগোচ্ছি।" সুশাসনের জন্যই এনডিএ-র জয় হয়েছে বলে তাঁদের দাবি।
বিহারে বিধানসভার আসন সংখ্যা ২৪৩। কারা সরকার গড়বে? NDA এবং মহাগঠবন্ধন কতগুলি আসন পেতে পারে? এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছিল, ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পরই। কিন্তু, ভোটগণনার সকাল থেকে বিহারে যে এনডিএ ঝড় উঠবে, তা বোধহয় কেউ ভাবতে পারেনি। বুথফেরত সমীক্ষাগুলি এনডিএ-কে এগিয়ে রেখেছিল। কিন্তু, প্রায় ২০০ আসনে এগিয়ে যাবে এনডিএ, তা বোধহয় কেউ ভাবতে পারেনি। তাই পটনার বিজেপি নেতারা বলছেন, “আপনারা আমাদের বাধাই দিতে পারেন। নতুন ইতিহাসের দিকে এগোচ্ছি।” সুশাসনের জন্যই এনডিএ-র জয় হয়েছে বলে তাঁদের দাবি।

