
নয়াদিল্লি ও কলকাতা: বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষায় (SIR) একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেই আন্দোলনে নামবে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের নেতারা এই নিয়ে বারবার জাতীয় নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলায় SIR-র ক্ষেত্রে কি সমস্যার সম্মুখীন হতে হবে কমিশনকে? সোমবার কমিশন পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরুর ঘোষণার পরই এই প্রশ্ন উঠে। এদিন সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কী বললেন তিনি?
পশ্চিমবঙ্গে SIR নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “পশ্চিমবঙ্গের কথা যদি বলি, কোনও বিরোধ নেই। সংবিধানের অন্তর্গত সব সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের নিজের দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সমীক্ষা করে নিজের দায়িত্ব পালন করছে। একইরকমভাবে রাজ্যগুলি নিজের দায়িত্ব পালন করবে।”
তৃণমূলের একাধিক নেতা যেভাবে এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, তাতে কীভাবে বাংলায় এসআইআর সম্ভব হবে, সেই প্রশ্নও ওঠে কমিশনের সাংবাদিক বৈঠকে? এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “আমি একটা বিষয় আরও একবার স্পষ্ট করে দিতে চাই, সংবিধানের অন্তর্গত সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজের দায়িত্ব পালন করতে হয়।”
এরপরই তিনি বলেন, “সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ৬ উপধারা বলছে, ভোট প্রক্রিয়ার সম্পন্ন করার জন্য যে ভোটকর্মীদের দরকার হয়, তা দিতে রাজ্য সরকার বাধ্য। একইরকমভাবে আপনি আইনশৃঙ্খলার কথা যে বলছেন, তা রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্ব। আমার মনে হয়, নির্বাচন কমিশনের মতো প্রত্যেক রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে।”