PIN CODE: আপনার PIN নম্বরের অর্থ কী জানেন? ৬টি সংখ্যার অর্থই বা কী?

PIN CODE in India: ভারতে জিপ কোড বলে কিছু হয় না। ভারতে পিন কোড হল ছয় অঙ্কের একটি সংখ্যা, যা দিয়ে একটি নির্দিষ্ট এলাকাকে আলাদাভাবে চেনা যায়। এই ৬টি সংখ্যার আলাদা অর্থ রয়েছে। চিঠি বা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে এই নম্বর কাজে লাগে।

PIN CODE: আপনার PIN নম্বরের অর্থ কী জানেন? ৬টি সংখ্যার অর্থই বা কী?
প্রতীকী ছবিImage Credit source: Pixabay

Jan 21, 2024 | 8:02 AM

নয়া দিল্লি: কলকাতায় প্রতিটি পিন নম্বর শুরু হয় ৭০০ দিয়ে। এভাবেই দেশের সব শহরে, সব গ্রামে একটি নির্দিষ্ট পিন কোড রয়েছে, যা দিয়ে সহজেই আপনার এলাকা চিহ্নিত করা যায়। যেমন ধরা যাক কলকাতার বড়বাজারের পিন কোড ৭০০০০৭, আবার দক্ষিণ কলকাতার যাদবপুরের পিন কোড ৭০০০৩২। অনেকেই প্রশ্ন করেন, কোন ভিত্তিতে তৈরি করা হয়েছিল এই পিনকোড? দেশের সর্বত্রই কি একই নিয়মে এই কোড নম্বর তৈরি করা হয়?

PIN কোড-এর পুরো কথাটি হল পোস্টাল ইনডেক্স নম্বর। ভারতে এই কোডের বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৭২ সালের ১৫ অগস্ট তৎকালীন যোগাযোগ মন্ত্রকের সিনিয়র অফিসার শ্রীরাম ভিকাজি পিন কোড বিষয়টি তৈরি করেছিলেন। তারপর থেকে চিঠি পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই পিন কোড। বর্তমানে অনলাইন ডেলিভারির ক্ষেত্রেও পিন কোডের গুরুত্ব রয়েছে।

ভারতে পিন কোড হল ছয় অঙ্কের একটি সংখ্যা, যা দিয়ে একটি নির্দিষ্ট এলাকাকে আলাদাভাবে চেনা যায়। এই ৬টি সংখ্যার আলাদা অর্থ রয়েছে। প্রথম সংখ্যাটি এলাকা বা জোন বোঝায়, দ্বিতীয় সংখ্যাটি সাব-জোন বোঝায় আর তৃতীয় সংখ্যাটি জেলার একটি অংশ বোঝায়। বাকি তিনটি সংখ্যা দিয়ে নির্দিষ্ট পোস্ট অফিস চিহ্নিত করা যায়। যেমন দিল্লির একটি এলাকার পিন কোড ১১০০০১। এ ক্ষেত্রে ১ হল দিল্লির নর্দার্ন জোন, ১০ হল সাব জোন আর ০০১ বোঝায় কন্নট প্লেস পোস্ট অফিসকে।

উল্লেখ্য, অনেকেই পিন কোডকে জিপ কোড বলে থাকেন। কিন্তু ভারতে জিপ কোড বলে কিছু নেই। আমেরিকায় রয়েছে জিপ কোড। ভারতে ব্যবহার করা হয় পিন কোড।