নওগাম থানায় বিস্ফোরণের কারণ কী? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলল…

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 15, 2025 | 3:02 PM

জম্মু-কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে বিস্ফোরণের কারণ কী? শুক্রবার রাতে ওই বিস্ফোরণে পুলিশ স্টেশনের একাংশ উড়ে যায়। ৯ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩০ জন। দিল্লিতে বিস্ফোরণের পর জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে বিস্ফোরণ নিয়ে শোরগোল পড়ে যায়। বিস্ফোরণের পিছনে সন্ত্রাসাবাদীদের হাত রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে জানানো হয়, দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ হয়েছে। ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া ৩৬০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করে আনা হয়েছিল নওগাম পুলিশ স্টেশনে। সেই অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ হয়।

জম্মু-কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে বিস্ফোরণের কারণ কী? শুক্রবার রাতে ওই বিস্ফোরণে পুলিশ স্টেশনের একাংশ উড়ে যায়। ৯ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩০ জন। দিল্লিতে বিস্ফোরণের পর জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে বিস্ফোরণ নিয়ে শোরগোল পড়ে যায়। বিস্ফোরণের পিছনে সন্ত্রাসাবাদীদের হাত রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে জানানো হয়, দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ হয়েছে। ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া ৩৬০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করে আনা হয়েছিল নওগাম পুলিশ স্টেশনে। সেই অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ হয়।