
কলকাতা: একপক্ষ বলছেন, ঘুরপথে NRC। অন্য পক্ষ বলছে, এটা কমিশনের অধিকার। যা সংবিধান তাদের দিয়েছে। সামনেই বিহারে নির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী নিয়ে একাধিক দলের অন্দরে আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ছট পুজোর পরে নির্বাচনী ডঙ্কা বেজে উঠবে সেই রাজ্যে। পরপর জমা পড়বে মনোনয়ন। ভোট দিতে যাবে সাধারণ। কিন্তু কারা ভোট দিতে পারবেন? কারা পারবেন না? কে আসল ভোটার, কেই বা ভুয়ো ভোটার? নির্বাচনের আগে সেই তথ্যটাও শেষবারের জন্য মেপে নিতে চায় নির্বাচন কমিশন। সেই সূত্র ধরেই জারি হয় একটি নির্দেশিকা। আর তারপরেই শুরু বিতর্ক। কমিশনের নির্দেশিকা জারি ...