Operation Sindoor: আমেরিকা থেকে চিন, ‘অপারেশন সিঁদুর’ দেখে কে কী বলল
Operation Sindoor: চিন ভারতের এই সামরিক অভিযানকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। চিনের আর্জি, নয়া দিল্লি ও ইসলামাবাদ উভয়পক্ষই যেন আঘাত বা প্রত্যাঘাত থেকে বিরত থাকে।

নয়া দিল্লি: ভারতের বিদেশ সচিব স্পষ্ট জানিয়েছেন, জঙ্গি হামলার পর প্রত্যাঘাতের অধিকার হিসেবেই ভারত সামরিক অভিযান চালিয়েছে। সেনাবাহিনীও জানিয়ে দিয়েছে, জঙ্গিঘাঁটির আশপাশে পাকিস্তানের সাধারণ নাগরিকের কোনও ক্ষতি করা হয়নি। আর এই অভিযানে ভারতের পাশে দাঁড়াল একাধিক দেশ।
ভারত অপারেশন সিঁদুর চালানোর পর প্রথম প্রতিক্রিয়া দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “সাম্প্রতিক ঘটনায় অনেকেই বুঝতে পারছিল, কিছু একটা হবে। আমি চাই দ্রুত এই অশান্তির পরিস্থিতি শেষ হোক।” মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমি এই পরিস্থিতির দিকে নজর রাখছি।’
ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার ভারতকে সমর্থন জানিয়ে বলেছেন, “এই আত্মরক্ষার সিদ্ধান্তের পাশে আছি। সন্ত্রাসবাদীদের বোঝা উচিত, তাদের লুকনোর কোনও জায়গা নেই।”
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সচিব অ্যান্তোনিও গুতেরেস ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের প্রভাব নিতে পারবে না বিশ্ব।
চিন ভারতের এই সামরিক অভিযানকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। চিনের আর্জি, নয়া দিল্লি ও ইসলামাবাদ উভয়পক্ষই যেন আঘাত বা প্রত্যাঘাত থেকে বিরত থাকে।
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াসিও এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, এই অভিযানের জবাবে পাল্টা অভিযান চললে পূর্ণমাত্রার যুদ্ধের আকারও নিতে পারে।
