Election Commission on SIR: বাংলায় কবে হবে SIR? রবির বৈঠকেই মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

Election Commission on SIR: এই ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হবে, সেই নিয়ে এখনও কিছু জানায়নি কমিশন। জানাল না রবির বৈঠকেও। তবে একটা বার্তা দিয়েছেন কমিশনার। সেটাই যথেষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Election Commission on SIR: বাংলায় কবে হবে SIR? রবির বৈঠকেই মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
Image Credit source: PTI

|

Aug 17, 2025 | 7:16 PM

নয়াদিল্লি: নির্বাচনের আগেই কেন বিশেষ এবং নিবিড় পরিমার্জন? এই বিতর্ককে কেন্দ্র করে কবে থেকেই কমিশনের বিরুদ্ধে আসর সাজিয়েছে বিরোধী দলগুলি। এছাড়াও ভোট কারচুপি, ভুয়ো ভোটার অভিযোগের তালিকায় থেকেছে বরাবরের সংযোজনের মতো। রবিতে সেই সব প্রশ্নের উত্তর দিতেই বসেছিল দেশের নির্বাচন কমিশন।

ভোট ও ভোটার সংক্রান্ত নানা ইস্যুতে সাংবাদিক বৈঠক করে কমিশন। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবির সিংহ সাঁধু ও বিবেক জোশী। তবে বেশির ভাগ সময়টাই উত্তর দিতে দেখা যায় জ্ঞানেশ কুমারকে। ভোট কারচুপি, রাজনৈতিক দলগুলির তোলা অভিযোগ, বিহারে SIR, সমস্ত ইস্যুতেই উত্তর দেন তিনি। এতগুলো প্রসঙ্গ যখন উঠল বাংলাই বা বাদ যায় কেন?

বাংলাতেও তো SIR নিয়ে এত কথা হচ্ছে। প্রস্তুতিও কার্যত শুরু হয়ে গিয়েছে। কিন্তু কবে এই ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হবে, সেই নিয়ে এখনও কিছু জানায়নি কমিশন। জানাল না রবির বৈঠকেও। তবে একটা বার্তা দিয়েছেন কমিশনার। সেটাই যথেষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন জ্ঞানেশ কুমার জানান, এই সংক্রান্ত বিষয়ে তাঁরা তিন জন মিলে সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনও রাজ্যে কবে থেকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন শুরু হবে, তা পরবর্তী কালে সঠিক সময়ে ঘোষণা করে দেওয়া হবে।