Dog breeds: ২৩ প্রজাতির কুকুর নিষিদ্ধ হল ভারতে, জেনে নিন নামগুলি

Mar 15, 2024 | 12:28 PM

Dog breeds in India: কোন কোন কুকুর হিংস্র, কাদের বাড়িতে পোষা গেলে বিপদ হতে পারে, সেগুলো উল্লেখ করা হয় ওয়েলফেয়ার গ্রুপের তরফে। সেগুলিও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকের তরফে।

Dog breeds: ২৩ প্রজাতির কুকুর নিষিদ্ধ হল ভারতে, জেনে নিন নামগুলি
কোন কোন কুকুর নিষিদ্ধ
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ভারতে বহু পরিবারে পোষ্য হিসেবে থাকে কুকুর। রাস্তাতেও ঘোরাফেরা করে বহু কুকুর। কুকুর-প্রেমীর সংখ্যা অনেক বেশি হলেও বারবার কুকুরের আক্রমণের ঘটনা ঘটছে ভারতে। সে কথা মাথায় রেখেই একাধিক প্রজাতির কুকুর নিষিদ্ধ করে দেওয়া হল ভারতে। এরকম ২৩টি প্রজাতির কুকুর নিষিদ্ধ করা হয়েছে। যেগুলি মূলত হিংস্র প্রকৃতির কুকুরগুলিকেই নিষিদ্ধ করা হয়েছে। তালিকায় রয়েছে রটউইলার, পিটবুল সহ একাধিক প্রজাতির কুকুর।

পশুপালন মন্ত্রকের তরফ থেকে একটি চিঠি দিয়ে এই প্রজাতিগুলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য সরকার এই কুকুরের ক্ষেত্রে কোনও লাইসেন্স বা পারমিট দেবে না বলেও জানানো হয়েছে। যাঁদের কাছে পোষ্য হিসেবে এই সব কুকুরগুলি রয়েছে, তাঁদের সতর্ক করে বলা হয়েছে যাতে তাঁরা আর বংশবৃদ্ধি করাতে না পারে।

কোন কোন প্রজাতি নিষিদ্ধ দেখে নিন-

পিটবুল টেরিয়ার

টোসা ইনু

আমেরিকান স্টাফরোডশায়ার টেরিয়ার

ফিলা ব্রাসিলেরিও

ডোগো আর্জেন্টিনো

বোয়েরবোয়েল

কাংগাল

সেন্ট্রাল এশিয়ান শেফার্ড ডগ

ককাসিয়ান শেফার্ড ডগ

সাউথ রাশিয়ান শেফার্ড

টর্নজাক

সারপ্লানিনাক

জাপানিজ টোসা অ্যান্ড আকিতা

মাসটিফস

রটইউলার

টেরিয়ার

রোডেশিয়ান রিজব্যাক

উলফ ডগস

কানারিও

আকবাশ ডগ

মস্কো গার্ড ডগ

কানে করসো

কেন্দ্রীয় সরকারের ওই চিঠিতে অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপের কথাও উল্লেখ করা হয়েছে। কোন কোন কুকুর হিংস্র, কাদের বাড়িতে পোষা গেলে বিপদ হতে পারে, সেগুলো উল্লেখ করা হয় ওয়েলফেয়ার গ্রুপের তরফে।

Next Article