Nidhi Tiwari: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে এই অফিসার, কে এই নিধি তিওয়ারি

Nidhi Tiwari: কেন্দ্রীয় সরকারি দফতরের তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি নিধি তিওয়ারির নিয়োগে অনুমোদন দিয়েছে। নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীর বাসিন্দা ওই অফিসার হবেন ব্যক্তিগত সচিব পদে সর্বকনিষ্ঠ অফিসার।

Nidhi Tiwari: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে এই অফিসার, কে এই নিধি তিওয়ারি

Apr 01, 2025 | 7:26 AM

: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে নতুন নাম ঘোষণা করা হল। সোমবার ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে নিধি তিওয়ারির নাম। বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরে (PMO) ডেপুটি সেক্রেটারি পদে কাজ করেন নিধি। এবার ব্য়ক্তিগত সচিব পদে কাজ করবেন।

জানা গিয়েছে, ২০১৪ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার নিধি তিওয়রি। কেন্দ্রীয় সরকারি দফতরের তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি নিধি তিওয়ারির নিয়োগে অনুমোদন দিয়েছে। নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীর বাসিন্দা ওই অফিসার হবেন ব্যক্তিগত সচিব পদে সর্বকনিষ্ঠ অফিসার।

সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে বারাণসীর অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কাজ করেছেন নিধি। News18-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সারা দেশের মধ্যে ৯৬ -তে ছিল তাঁর নাম। প্রধানমন্ত্রীর দফতরে কাজ শুরু করার আগে বিদেশমন্ত্রকের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্স ডিভিশনে কাজ করেছেন তিনি।

২০২২ সালে আন্ডার সেক্রেটারি পদে পিএমও-তে যোগ দেন নিধি। ২০২৩ সালে ডেপুটি সেক্রেটারি পদে প্রোমোশন হয় তাঁর। এছাড়া প্রধানমন্ত্রীর দফতরে বিদেশ ও সুরক্ষা সংক্রান্ত বিভাগে কাজ করেছেন তিনি। বিদেশনীতি, নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব ছিল তাঁর উপর। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তাঁর যে জ্ঞান আছে, তার জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তাঁর হাতে। সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও কাজ করেছেন নিধি তিওয়ারি। এমনকী ভারত যখন G20 সম্মেলনের সভাপতিত্ব করে, তখনও গুরুদায়িত্ব ছিল এই অফিসারের উপরেই।