
নয়াদিল্লি: পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় তার নাম সামনে এসেছে। তদন্তকারীরা বলছেন, হামলার মাস্টারমাইন্ড সে। কে এই শেখ সাজ্জাদ গুল? তার বেড়ে ওঠা ও পড়াশোনা কোথায়? কীভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হল? শেখ সাজ্জাদকে নিয়ে এমন নানা প্রশ্ন উঠছে। পড়াশোনার সূত্রে তার কেরল যোগও সামনে আসছে। তার মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। সেই হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট(TRF) নামে একটি জঙ্গি সংগঠন। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন হল টিআরএফ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তেই উঠে আসে শেখ সাজ্জাদের নাম। তদন্তকারীরা বলছেন, বছর পঞ্চাশের শেখ সাজ্জাদ এখন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের প্রধান। বর্তমানে রাওয়ালপিন্ডি থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে সে। গুল সাজ্জাদ আহমেদ শেখ নামেও সে পরিচিত।
তদন্তকারীরা বলছেন, শেখ সাজ্জাদের জন্ম জম্মু-কাশ্মীরে। শ্রীনগরে প্রাথমিক পড়াশোনা। বেঙ্গালুরুতে এমবিএ পড়তে আসে সে। তারপর কেরালায় ল্যাব টেকনিশিয়ান কোর্স পড়তে আসে। কাশ্মীরে ফিরে গিয়ে একটি ডায়গনস্টিক ল্যাব চালু করে। সেইসময় জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ে। একসময় দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে তাকে ৫ কেজি আরডিএক্স সহ ধরা হয়েছিল। সে সেখানে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে এসেছিল। এই মামলায় শেখ সাজ্জাদ দশ বছর জেল খাটে। ছাড়া পাওয়ার পরই ২০১৭ সালে পাকিস্তানে পালায় সে। টিআরএফের দায়িত্ব গ্রহণ করে।
তদন্তকারীরা বলছেন, বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার মূল ষড়যন্ত্রকারী সে। ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দক্ষিণ ও মধ্য কাশ্মীরে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার পিছনে তার হাত রয়েছে। ২০২৩ সালে মধ্য কাশ্মীরে গ্রেনেড হামলা, অনন্তনাগে জম্মু ও কাশ্মীরের পুলিশ সদস্যদের উপর হামলা এবং সুড়ঙ্গ নির্মাণের সময় হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তার নাম উঠে এসেছে। শেখ সাজ্জাদের দাদাও জঙ্গি কার্যকলাপেও যুক্ত। পেশায় চিকিৎসক ছিল শেখ সাজ্জাদের দাদা। জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ে ভারত থেকে পালায় সেও। প্রথমে সৌদি আরব, সেখান থেকে পাকিস্তানে পালায় শেখ সাজ্জাদের দাদা।