BJP National President: নাড্ডার পর কে? নতুন সভাপতি মুখ নির্বাচনে দিনক্ষণ ঠিক করে ফেলল বিজেপি

BJP National President: সভাপতি হিসাবে নাড্ডার মেয়াদকালে একাধিক রাজ্যে সফল হয়েছে অপারেশন পদ্ম। সম্প্রতি, এই ব্রাহ্মণ নেতার হাত ধরেই ২৭ বছর পর আবার দিল্লির মসনদে ফিরেছে বিজেপি।

BJP National President: নাড্ডার পর কে? নতুন সভাপতি মুখ নির্বাচনে দিনক্ষণ ঠিক করে ফেলল বিজেপি
বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতিImage Credit source: PTI

|

Feb 28, 2025 | 9:08 AM

নয়াদিল্লি: ইতিমধ্যে দেশের ১২টি রাজ্য নিজেদের সাংগঠনিক নির্বাচন সেরে ফেলেছে বিজেপি। কিন্তু বাকি রয়েছে জেপি নাড্ডার উত্তরাধিকার খোঁজার কাজ। সেই নিয়ে এখন কোনও উচ্চবাচ্য করতে নারাজ পদ্ম শিবির। সূত্রের খবর, আগামী মাসের মধ্যেই হয়তো সেই উত্তরাধিকার খোঁজার কাজ সেরে ফেলবে বিজেপি।

সভাপতি হিসাবে নাড্ডার মেয়াদকালে একাধিক রাজ্যে সফল হয়েছে অপারেশন পদ্ম। সম্প্রতি, এই ব্রাহ্মণ নেতার হাত ধরেই ২৭ বছর পর আবার দিল্লির মসনদে ফিরেছে বিজেপি। আর সেই বিধানসভা নির্বাচন মিটতেই বিজেপির অন্দরে পরবর্তী সর্বভারতীয় সভাপতি খোঁজার জন্য লেগে যায় হিড়িক। সূত্রের খবর, আগামী মাসের ১৫ তারিখের মধ্যেই সম্ভবত নাড্ডার উত্তরাধিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলবে বিজেপি নেতৃত্ব।

ইতিমধ্যেই কিন্তু সর্বভারতীয় সভাপতি হিসাবে মেয়াদ শেষ হয়েছে নাড্ডার। নির্ধারিত সময়সীমার বাইরে গিয়ে তাঁকে সামলাতে হচ্ছে দায়িত্ব। যেখানে সম্ভবনা ছিল, ফেব্রুয়ারি মাসেই নিজেদের নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি। সেখানে সেই সম্ভবনা এখন এসে ঠেকেছে মার্চে।

কিন্তু সভাপতি নির্বাচনে কেন এত হোঁচট খাচ্ছে পদ্ম শিবির? বিজেপির সাংগঠনিক নিয়মবিধি অনুযায়ী, যতক্ষণ না পর্যন্ত তাদের রাজ্য সভাপতি নির্বাচনের কাজ শেষ হবে, ততক্ষণ পর্যন্ত সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত লাগানো যাবে না। কমপক্ষে, দেশের ৫০ শতাংশ রাজ্য়ে রাজ্য সভাপতি নির্বাচনের পরই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা যেতে পারে।