Arvind Kejriwal: কেজরীবাল পদত্যাগ করলে কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? জল্পনাতেও চমক

Sep 15, 2024 | 7:10 PM

Arvind Kejriwal: জেল থেকে বেরোনোর পর এদিন প্রথম দলীয় কার্যালয়ে যান কেজরীবাল। সেখানেই তিনি পদত্যাগ করার কথা ঘোষণা করেন। কেজরীবাল বলেন, “আমি দেশের জনতার কাছে জানতে চাই কেজরীবাল কি সৎ? দুইদিন বাদে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। যতক্ষণ জনগণ তার মতামত না দিচ্ছেন, ততক্ষণ আমি মুখ্যমন্ত্রীর গদিতে বসব না।"

Arvind Kejriwal: কেজরীবাল পদত্যাগ করলে কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? জল্পনাতেও চমক
কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী?

Follow Us

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন। ২ দিন আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টে। আর জামিন পাওয়ার পর আম আদমি পার্টির সভায় অরবিন্দ কেজরীবাল ঘোষণা করেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর পদ তিনি ছেড়ে দিচ্ছেন। দিল্লি বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত আম আদমি পার্টির অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। কেজরীবালের এই ঘোষণার পরই নতুন জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? একাধিক নাম সামনে আসছে।

চলতি বছরের মার্চে আবগারি নীতি দুর্নীতি মামলায় কেজরীবালকে গ্রেফতার করে ইডি। এরপর সিবিআই-ও তাঁকে গ্রেফতার করে। ২ দিন আগে এই দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পান কেজরীবাল। শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, জামিনে মুক্তি পেলেও মুখ্যমন্ত্রীর দফতরে যেতে পারবেন না কেজরীবাল। সই করতে পারবেন না সরকারি নথিতে। এমনকী, আবগারি নীতি নিয়ে কোনও মন্তব্যও করতে পারবেন না।

জেল থেকে বেরোনোর পর এদিন প্রথম দলীয় কার্যালয়ে যান কেজরীবাল। সেখানেই তিনি পদত্যাগ করার কথা ঘোষণা করেন। কেজরীবাল বলেন, “আমি দেশের জনতার কাছে জানতে চাই কেজরীবাল কি সৎ? দুইদিন বাদে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। যতক্ষণ জনগণ তার মতামত না দিচ্ছেন, ততক্ষণ আমি মুখ্যমন্ত্রীর গদিতে বসব না।”

এই খবরটিও পড়ুন

কেজরীবাল পদ ছাড়লে কে হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী?

কেজরীবালের ঘোষণার পরই নানা নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া কি দৌড়ে রয়েছেন? আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল মণীশ সিসোদিয়াকেও। সুপ্রিম কোর্ট থেকে তিনিও জামিন পেয়েছেন। এদিন কেজরীবাল বলেন, “আমি ও মণীশ সিসোদিয়া এখন জনতার আদালতে যাব। আমরা স্বচ্ছ হলে ভোট দেবেন। না হলে দেবেন না।” রাজনীতির কারবারিরা বলছেন, মণীশ সিসোদিয়া যে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই, এই বক্তব্যেই তা স্পষ্ট করে দিয়েছেন কেজরীবাল। তাহলে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী?

রাজনীতির কারবারিরা বলছেন, মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এখন সবার আগে রয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতীশী মারলেনা সিং। বছর তেতাল্লিশের অতীশী দিল্লি সরকারের ১৪টি দফতরের দায়িত্ব সামলাচ্ছেন। যা এই মুহূর্তে দিল্লির সরকারের কোনও মন্ত্রীর নেই। এছাড়া কেজরীবাল ও সিসোদিয়া জেলে থাকার সময় আপের একাধিক কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন তিনি। কেজরীবালের স্ত্রীর সঙ্গেও প্রত্যেক কর্মসূচিতে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে, কেজরীবালের বিশ্বস্ত নেতাদের মধ্যে একজন অতীশী। তাঁকে ভরসা করেন কেজরীবাল। সিসোদিয়া জেলে যাওয়ার পর শিক্ষা দফতের দায়িত্ব পান অতীশী। দিল্লির বাজেটও পেশ করেন তিনি।

আর কে আছেন দৌড়েন?

অতীশীর পাশাপাশি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন আপ নেতা তথা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। গ্রেটার কৈলাস কেন্দ্রের বিধায়ক তিনি। দীর্ঘদিন আপের সঙ্গে যুক্ত। সৌরভ আপের জাতীয় মুখপাত্রও।

মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ের উঠে আসছে কৈলাস গেহলটের নামও। নফজগড় বিধানসভা এই আপ বিধায়ক পরিবহণ এবং পরিবেশ মন্ত্রী। খুব একটা সামনে আসে না তাঁর নাম। তিনিও রয়েছেন দৌড়ে।

মুখ্যমন্ত্রী হতে পারেন কেজরীবালের স্ত্রী?

দিল্লির একাধিক মন্ত্রী ছাড়াও আর একজনের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি কেজরীবালের স্ত্রী সুনীতা কেজরীবাল। আবগারি দুর্নীতি মামলায় কেজরীবাল গ্রেফতার হওয়ার পর সক্রিয় হতে দেখা যায় সুনীতাকে। কেন্দ্রকে লাগাতার নিশানা করেন তিনি। একাধিক জনসভায় দেখা গিয়েছে তাঁকে। বিজেপি বলছে, সুনীতাকে মুখ্যমন্ত্রীর করার চেষ্টা করতে পারেন কেজরীবাল। দলের বিধায়কদের এই নিয়ে বোঝাতেই দুই দিন সময় চেয়েছেন তিনি। সুনীতা ছাড়াও আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং মন্ত্রী গোপাল রাইয়ের নামও আলোচনায় উঠে আসছে।

কেজরীবালের ঘোষণা নিয়ে অবশ্য কটাক্ষ করেছে বিজেপি। দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, “পাল্টি খাবেন কেজরীবাল। তিনি বলবেন যে আমার বিধায়করা পদত্যাগ করতে নিষেধ করেছেন।” কেজরীবালকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির বিজেপির রাজ্য সভাপতি বলেন, “পুরো মন্ত্রিসভা-সহ এখনই পদত্যাগের চ্যালেঞ্জ জানাচ্ছি কেজরীবালকে। তারপর নির্বাচনের আহ্বান জানান।” মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা রাকেশ সিং বলেন, “মানুষ ক্ষুব্ধ বুঝতে পেরে সহানুভূতি কুড়োতে এমন বলছেন কেজরীবাল।”

Next Article