
নয়াদিল্লি: তিনি তামিলনাড়ুর ভূমিপুত্র। দক্ষিণের রাজনীতি তাঁর হাতের মুঠোয়। ওবিসি সমাজের প্রতিনিধি। যে ওবিসি নিয়ে সরব হয়েছেন রাহুলও। নিজেই স্বীকার করেছে, তাদের স্বার্থরক্ষার প্রয়োজন ছিল। যতটা হয়েছে, তা যথেষ্ট নয়। আর সেই আবহেই ‘মাস্টারস্ট্রোক’ মোদীর। উপরাষ্ট্রপতির দৌড়ে এনডিএ-র সুপারিশ সিপি রাধাকৃষ্ণন। এটা কোনও সাধারণ নির্বাচন নয়, একেবারে ‘অভিজাত-নির্বাচন’, কিন্তু তাতে তাঁর জয়ের নিশ্চয়তা কতটা? মোদীর মাস্টারস্ট্রোক সাফল্য পাবে নাকি ব্যর্থতা? সেই অঙ্কটাই না হয় কষা যাক। রাধাকৃষ্ণনের ‘প্রোমোশন’ রবিবার সন্ধ্যায় বৈঠকে বসল এনডিএ শাসকজোটের। ধনখড়ের উত্তরসূরির দৌড়ে কাকে সুপারিশ করা যায়, সেটাই ছিল এই বৈঠকের আলোচ্য বিষয়। গত ২১ জুলাই...