Explained: চিনকে নিঃশব্দে হারাতে ভারতের ‘ব্রহ্মাস্ত্র’ দলাই লামা

Dalai Lama: সম্প্রতি চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং দাবি করেছিলেন, দলাইয়ের উত্তরাধিকার সিদ্ধান্ত চিনকে বাদ দিয়ে হতে পারে না। চিনের আইন ও রীতিনীতি মেনেই মনোনয়ন হতে হবে। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছে ভারত।

Explained: চিনকে নিঃশব্দে হারাতে ভারতের ‘ব্রহ্মাস্ত্র’ দলাই লামা
Image Credit source: Tv9 Graphics

|

Jul 10, 2025 | 1:39 PM

নয়াদিল্লি: একটা ধর্মীয় পদ, যাকে ঘিরে দুই দেশের বিবাদ। একদিকে ভারত, অন্যদিকে চিন। আর মাঝে দ্য ফোরটিনথ দলাই লামা। যাঁকে ঘিরে বিশ্ব রাজনীতি এখন বিচলিত। সমস্যাটা কোথায়? চতুর্দশ দলাই লামার বয়স হয়েছে। এবার নতুন মুখ খুঁজছে তিব্বত। যিনি হবেন বর্তমান দলাই লামা তেনজিং গ্যাস্ট্রোর উত্তরসূরি। কিন্তু তিনি কে? এই  প্রশ্নটাই এখন পাক খাচ্ছে তিব্বতের আকাশে। যা দোলাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিও। দলাই লামা অবশ্য বলেছেন, তাঁর উত্তরাধিকার নিয়ে এখনও চিন্তার কিছু নেই। তিনি কমপক্ষে ১৩০ বছর বাঁচবেন। কিন্তু সূত্র বলছে, পরবর্তী দলাই লামা বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। কাকে বাছাই করা হচ্ছে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন