
নয়াদিল্লি: একটা ধর্মীয় পদ, যাকে ঘিরে দুই দেশের বিবাদ। একদিকে ভারত, অন্যদিকে চিন। আর মাঝে দ্য ফোরটিনথ দলাই লামা। যাঁকে ঘিরে বিশ্ব রাজনীতি এখন বিচলিত। সমস্যাটা কোথায়? চতুর্দশ দলাই লামার বয়স হয়েছে। এবার নতুন মুখ খুঁজছে তিব্বত। যিনি হবেন বর্তমান দলাই লামা তেনজিং গ্যাস্ট্রোর উত্তরসূরি। কিন্তু তিনি কে? এই প্রশ্নটাই এখন পাক খাচ্ছে তিব্বতের আকাশে। যা দোলাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিও। দলাই লামা অবশ্য বলেছেন, তাঁর উত্তরাধিকার নিয়ে এখনও চিন্তার কিছু নেই। তিনি কমপক্ষে ১৩০ বছর বাঁচবেন। কিন্তু সূত্র বলছে, পরবর্তী দলাই লামা বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। কাকে বাছাই করা হচ্ছে...