Murder: বাচ্চাটা দেখল, বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করল মায়ের প্রেমিক

Murder: সেদিন রাতে বাবার পাশেই ঘুমিয়েছিল ওই নাবালক। পুলিশকে সে জানিয়েছে, কীভাবে তার বাবাকে খুন করা হল। নাবালকের কথায়, "আমি বাবার পাশে ঘুমিয়েছিলাম। হঠাৎ ক্ষীণ আওয়াজ শুনতে পাই। চোখ খুলে দেখি, আমার মা দরজা খুলে দিলেন।"

Murder: বাচ্চাটা দেখল, বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করল মায়ের প্রেমিক
গ্রেফতার করা হয়েছে অনিতা ও কাশীরামকেImage Credit source: TV9 Rajasthan

Jun 18, 2025 | 2:55 PM

জয়পুর: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে রাজস্থানের আলওয়ারে প্রেমিক ও সুপারি কিলারদের সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। তবে দুই খুনে পার্থক্য একটা রয়েছে। মেঘালয়ে খুনের ঘটনার সাক্ষী কেউ ছিল না। আর রাজস্থানে এই খুনের সাক্ষী হল মহিলার ৯ বছরের পুত্র। তার সাক্ষ্যেই জানা গেল, নৃশংস খুনের ঘটনার কথা।

পুলিশ জানিয়েছে, আলওয়ার জেলার খেরলি এলাকায় খুনের ঘটনাটি ঘটেছে গত ৭ জুন। মান সিং যাদব নামে ওই ব্যক্তির মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার হয়। মৃতের স্ত্রী অনিতা পরিবারের লোকজন ও প্রতিবেশীদের জানান, আচমকা শরীর খারাপ হয় তাঁর স্বামীর। তার জেরেই তাঁর মৃত্যু হয়। কিন্তু, ২ দিন পরই নাবালকের বক্তব্যে খুনের ঘটনা ফাঁস হয়। ‘কাশী আঙ্কল’-র কথা জানতে পারে পুলিশ।

পুলিশকে কী জানিয়েছে ওই নাবালক?

পুলিশকে ওই নাবালক জানিয়েছে, সেদিন রাতে বাড়ির দরজা খুলে রেখেছিলেন তার মা। গভীর রাতে বেশ কয়েকজন তাদের বাড়িতে ঢোকে। তার মধ্যে কাশী কাকাও ছিল। পুলিশ জানিয়েছে, কাশীর পুরো নাম কাশীরাম প্রজাপত। মহিলার সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে।

সেদিন রাতে বাবার পাশেই ঘুমিয়েছিল ওই নাবালক। পুলিশকে সে জানিয়েছে, কীভাবে তার বাবাকে খুন করা হল। নাবালকের কথায়, “আমি বাবার পাশে ঘুমিয়েছিলাম। হঠাৎ ক্ষীণ আওয়াজ শুনতে পাই। চোখ খুলে দেখি, আমার মা দরজা খুলে দিলেন। কাশী কাকা বাইরে দাঁড়িয়ে ছিল। তার সঙ্গে আরও চারজন ছিল। ভয় পেয়ে আমি উঠিনি। শুয়ে থেকেই আমি সব দেখি। আমার মা বিছানার সামনে দাঁড়ান। ওই লোকগুলো বাবার পা চেপে ধরে। শ্বাসরোধ করে। কাশী কাকা বালিশ চাপা দেয় বাবার মুখে। তখন আমি উঠে পড়ি। কাশী কাকা আমাকে কোলে তুলে নিয়ে ভয় দেখায়। ভয়ে আমি কিছু বলতে পারিনি। কয়েক মিনিট পর মারা যান বাবা। লোকগুলো চলে যায়।”

পুলিশ জানিয়েছে, মান সিংকে খুনের পরিকল্পনা করেছিলেন অনিতা ও কাশীরাম। চারজন সুপারি কিলারকে ২ লক্ষ টাকা দেয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কাশী ও অনিতাকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক।

গতমাসে মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হন রাজা রঘুবংশী নামে এক যুবক। প্রেমিক ও সুপারি কিলারদের সঙ্গে নিয়ে তাঁকে খুনের পরিকল্পনা করেছিলেন নববধূ সোনম রঘুবংশী।