
থানে: বাড়ি থেকে এক মহিলা ও তাঁর তিন কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার হল। ওই মহিলার স্বামী নাইট শিফট শেষে শনিবার সকালে অফিস থেকে বাড়ি ফিরে স্ত্রী, কন্যাদের দেখে শিউরে ওঠেন। খবর পেয়ে পুলিশ এসে বাড়ি থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করে। বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। কেন তাঁরা আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি এলাকার।
স্ত্রী ও কন্যাদের মৃত্যুর কারণ নিয়ে তেমন কিছু বলতে পারেননি ওই ব্যক্তি। পুলিশকে তিনি জানিয়েছেন, শুক্রবার রাতে অফিস চলে যান। নাইট শিফট শেষে শনিবার সকালে বাড়ি ফেরেন। দরজা বন্ধ দেখে জানালা দিয়ে ঘরে উঁকি মারেন। তখনই স্ত্রী ও তিন কন্যার ঝুলন্ত দেহ দেখতে পান।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। চারজনের দেহ উদ্ধার করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তবে আত্মহত্যার কারণ স্পষ্ট নয়।
নারপোলি পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর কৃষ্ণরাও খারাডে বলেন, “এক মহিলা ও তিন কন্যার দেহ বাড়ি থেকে উদ্ধার হয়েছে। আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।” ওই পরিবারের আর্থিক অবস্থা ও অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।