
নয়া দিল্লি: দিল্লি-হাওড়া রুটের ট্রেনে মর্মান্তিক ঘটনা। ট্রেনের ভিতর মিষ্টি খেতে দিলেন এক ব্যক্তি। চোখ খুলতেই সব শেষ। দেখতে পেলেন না সন্তানকে। ১০ মাসের ছেলে উধাও। উত্তর প্রদেশের ইটাওয়ার ঘটনা। আলিগড় থেকে ঝাড়খণ্ড যাচ্ছিলেন ওই মহিলা যাত্রী। নন্দন কানন এক্সপ্রেসে এই ঘটনার শিকার হন তিনি। অভিযুক্ত ব্যক্তি তাঁকে ঘুমের ওষুধ মিশিয়ে মিষ্টি খাওয়ান বলে অভিযোগ।
গত ১৪ জানুয়ারির ঘটনা। মামলাটি এখন ইটাওয়া জিআরপিতে স্থানান্তরিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুটি পুলিশের টিম অভিযুক্তকে খুঁজছে।
আলিগড়ের কোয়ারসি থানা এলাকার বাসিন্দা মুন্নি বেগম তাঁর ১০ মাস বয়সী ছেলেকে নিয়ে ঝাড়খণ্ডের কোডারমা যাচ্ছিলেন। ট্রেনে সবুজ সোয়েটার পরা এক যুবক তাঁর কাছে যান ও বন্ধুত্বের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন। অভিযোগ, মিষ্টি খেয়েই মুন্নি বেগম অজ্ঞান হয়ে পড়েন। মির্জাপুর স্টেশনের কাছে যখন তাঁর জ্ঞান ফিরে আসে, তখন তিনি হতবাক হয়ে যান। তাঁর ১০ মাসের ছেলে ইব্রাহিম এবং অভিযুক্ত যুবক কাউকেই দেখতে পাননি তিনি।
মহিলার অভিযোগ শুনে মির্জাপুর জিআরপি একটি ‘জিরো এফআইআর’ নথিভুক্ত করে, যা এখন ঘটনাস্থলের ভিত্তিতে ইটাওয়া জিআরপিতে পাঠানো হয়েছে। ‘সবুজ সোয়েটার’ পরা অভিযুক্তদের সম্পর্কে সূত্র খুঁজে পেতে পুলিশ মির্জাপুর থেকে ইটাওয়া পর্যন্ত সমস্ত স্টেশনের সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে। এই ঘটনাটি রেলওয়ে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সন্তানকে ফিরিয়ে আনার জন্য আকুতি জানাচ্ছেন ওই মহিলা যাত্রী। পুলিশ আরও দাবি করেছে যে শীঘ্রই শিশুকে উদ্ধার করা হবে।