Assam Incident: বিয়ের আগে হবু স্বামীকেই গ্রেফতার মহিলা পুলিশ কর্মীর! কারণ জানলে অবাক হবেন
Assam Police: সেই সময় জুনমনি মাজুলিতে কর্মরত ছিলেন। সেই সময় পরিবারে সহমতেই তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। নগাঁওতে বদলি হওয়ার পর থেকে রানার ব্যবহারে তাঁর মনে সন্দেহ দানা বাঁধে।
গুয়াহাটি: মনুষ্য সমাজে সম্পর্কের অনেক বড় অবদান রয়েছে। মানসিক শান্তির জন্য জীবনে বেশ কিছু সম্পর্কের প্রয়োজন হয়। প্রেমের সম্পর্কের জন্য মানুষ করতে পারে না এমন কোনও কাজ নেই। চলতি সামাজিক ধারণা অনুযায়ী, বিয়ের মাধ্যমে প্রেম পরিণতি পায়। কিন্তু খোদ প্রেমিকার হাতে প্রেমিক গ্রেফতার! এমন ঘটনা হয়তো কালে-ভদ্রে শুনতে পাওয়া যায়। অসমে ঘটনা এমন ঘটনাই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে। বিয়ের কয়েকমাসে আগেই নিজের হবু স্বামীকে গ্রেফতার করেছেন অসমের মহিলা সাব ইনস্পেক্টর জুনমনি রাভা। রানা পোগাগকে জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয়েছে। জুনমনির বাগদত্তা রানা নিজেকে অয়েল ইন্ডিয়া লিমিটেডের পাবলিক রিলেশন অফিসার পরিচয় দিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। অয়েল ইন্ডিয়া লিমিটেডে চাকরি দেওয়া প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য চাকরি প্রার্থীর থেকে তিনি টাকা নিয়েছেন।
জুনমকি কর্মসূত্রে অসমের নগাঁওতে থাকেন। হবু স্বামীকে গ্রেফতার করে নগাঁও পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই মহিলা সাব ইনস্পেক্টর। শুধু তাই হবু স্বামীর বিরুদ্ধে থানায় এফআরও দায়ের করেছেন জুনমনি। বিগত অক্টোবর মাসে তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল এবং চলতি বছরের নভেম্বরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। ২০২১ সালের জানুয়ারি মাসে জুনমনির সঙ্গে রানার সাক্ষাৎ হয়েছিল। সেই সময় জুনমনি মাজুলিতে কর্মরত ছিলেন। সেই সময় পরিবারে সহমতেই তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। নগাঁওতে বদলি হওয়ার পর থেকে রানার ব্যবহারে তাঁর মনে সন্দেহ দানা বাঁধে। সাংবাদিকদের জুনমনি জানিয়েছেন, “তিন জন রানার অপকর্ম সম্পর্কে আমাদেরকে জানিয়েছিল। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। তারা আমার চোখ খুলে দিয়েছে।” রানাকে গ্রেফতারের পর থেকে পুলিশ তাঁর কাছ থেকে দুটি ভুয়ো সিল উদ্ধার করেছে। এছাড়াও তাঁর কাছ থেক ভুয়ো কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। তাঁকে ইতিমধ্যে ২ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। “তাঁকে আমার অনেক দিন ধরেই সন্দেহ হচ্ছিল, পরে আমি সব জানতে পারি।”