Mohan Bhagwat: নাগপুরে RSS সদর দফতরে রাখিবন্ধন উৎসবে সামিল মোহন ভাগবত

Mohan Bhagwat: গত বেশ কয়েক বছর ধরেই আরএসএস প্রধান ও আরএসএস অনেক কর্মকর্তাদের রাখি বেঁধে আসছেন ভারত তিব্বত সহায়তা মঞ্চের মহিলা কর্মীরা। রাখিবন্ধন উৎসবে তাঁদের মিষ্টি উপহার দেন সঙ্ঘপ্রধান।

Mohan Bhagwat: নাগপুরে RSS সদর দফতরে রাখিবন্ধন উৎসবে সামিল মোহন ভাগবত
রাখিবন্ধন উৎসবে সামিল সঙ্ঘপ্রধান মোহন ভাগবতImage Credit source: TV9 Bangla

Aug 09, 2025 | 3:45 PM

নাগপুর: আজ রাখিবন্ধন। দেশজুড়ে তা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে। আর এই রাখিবন্ধন উৎসবে সামিল হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। এদিন নাগপুরে আরএসএস-র সদর দফতরে তাঁকে রাখি পরালেন তিব্বতী মহিলা ও ভারত তিব্বত সহযোগ মঞ্চের মেয়েরা।

ভারত তিব্বত সহায়তা মঞ্চের মহিলা কর্মীরা নাগপুরে আরএসএস সদর দফতরে মোহন ভাগবতকে রাখি পরান। ৩০ জনের বেশি মহিলা রাখি বাঁধেন সঙ্ঘপ্রধানের হাতে।

গত বেশ কয়েক বছর ধরেই আরএসএস প্রধান ও আরএসএস অনেক কর্মকর্তাদের রাখি বেঁধে আসছেন ভারত তিব্বত সহায়তা মঞ্চের মহিলা কর্মীরা। রাখিবন্ধন উৎসবে তাঁদের মিষ্টি উপহার দেন সঙ্ঘপ্রধান।

এদিন রাখিবন্ধন উৎসবে সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর হাতে রাখি বাঁধেন ছোট ছোট স্কুলছাত্রীরা। তাদের সঙ্গেই এদিন রাখিবন্ধন উৎসবে মেতে ওঠেন প্রধানমন্ত্রী। এক্স হ্য়ান্ডলে সবাইকে রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী।

রাখিবন্ধন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাখিবন্ধন উৎসবে দেশবাসীকে বার্তা দিয়ে রাষ্ট্রপতি বলেন, “এই উপলক্ষে আমাদের এমন একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলার অঙ্গীকার নেওয়া উচিত, যেখানে প্রত্যেক মহিলা নিরাপদ বোধ করবেন।” রাখিবন্ধন উৎসব ভাই-বোনের ভালবাসার প্রতীক এবং ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। বোনেরা তাদের ভাইদের কব্জিতে রাখি বেঁধে দেয়।