
নয়াদিল্লি: পাকিস্তানি সেনার বিশ্বস্ত চর ছিল এই তাহাউর রানা। জেরায় এমনটাই স্বীকার করেছে এই সে। এমনকি, মুম্বই হামলার সঙ্গে তার যে যোগ ছিল, তাতেও সহমত জানিয়েছে এই পাক বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী।
কয়েক মাস আগেই আমেরিকা থেকে তাহাউরকে টেনে এনেছে NIA তদন্তকারীরা। আপাতত তিহাড় জেলেই বন্দি রয়েছে মুম্বই হামলার অন্যতম চক্রী। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, এদিন পুলিশি জেরায় সে জানিয়েছে, মুম্বই হামলার আরও এক চক্রী ডেভিড হেডলির সঙ্গে পাকিস্তানের লস্কর-ই-তৈবার ঘাঁটিতে জঙ্গিদের বহু দিন ধরে প্রশিক্ষণ দিয়েছিল তাহাউর। এমনকি, সে নিজেও লস্কর জঙ্গিদের গুপ্তচর হিসাবে কাজ করত, সেই কথাটাও স্বীকার করেছে।
তাহাউর আরও জানিয়েছে যে মুম্বইয়ে একটি অভিবাসন কেন্দ্র বা ইমিগ্রেশন সেন্টার খোলারও পরিকল্পনা করেছিল সে। মূলত সন্ত্রাসবাদের খরচ টানতেই এই ছক কষেছিল তাহাউর। কিন্তু দিনশেষে তা বাস্তবায়ন করা হয়নি। এমনকি, শুধু মুম্বইয়ের তাজ হোটেলই নয়, ওই দিন আরও কয়েকটি জায়গায় হামলা চালানোরও পরিকল্পনা ছিল তাদের।
উল্লেখ্য, এপ্রিল মাসে মার্কিন সুপ্রিম কোর্টে তাহাউর ভারতে প্রত্যাপর্ণ এড়াতে নিজের স্বাস্থ্যকে হাতিয়ার করে মামলা দায়ের করে। কিন্তু মার্কিন আদালতে বড় ধাক্কা খেতে হয় তাকে। বহাল থাকে নির্দেশিকা। দেশে টেনে নিয়ে আসা হয় মুম্বই হামলার অন্যতম চক্রীকে। প্রথমে NIA-এর হেফাজতে, তারপর আদালতের নির্দেশিকায় তিহাড়ে রাখা হয় রানাকে। সেখানে দফায় দফায় চলে জেরাপর্ব।
রানার থেকে ইতিমধ্যেই বহু তথ্য বের করেছে NIA। এবার জেরায় অংশ নিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখাও। আর তাদের কাছেই এখনও পর্যন্ত সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলো তুলে ধরেছে সে।