WTTF: ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’-র দ্বিতীয় দিন একগুচ্ছ অনুষ্ঠান, কীভাবে টিকিট বুক করবেন?
WTTF: শুক্রবার এই ফেস্টিভ্যালের প্রথম দিন দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাপনের সুরে মাতেন শ্রোতারা। দ্বিতীয় দিনও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্কের উদ্যোগে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে তিনদিনের ‘দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’। শুক্রবার এই ফেস্টিভ্যাল শুরু হয়েছে। আজ (শনিবার) দ্বিতীয় দিন। ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন থাকছে একগুচ্ছ অনুষ্ঠান। জেনে নিন দ্বিতীয় দিন কী কী অনুষ্ঠান থাকছে।
গতকাল এই ফেস্টিভ্যালের প্রথম দিন দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাপনের সুরে মাতেন শ্রোতারা। দ্বিতীয় দিনও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। তিনদিনের এই ফেস্টিভ্যালে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। একইসঙ্গে ভ্রমণ ও বাণিজ্য সংক্রান্ত তথ্য পাবেন এই ফেস্টিভ্যালে।
শনিবার কী কী অনুষ্ঠান রয়েছে-
এদিন দুপুর একটা থেকে অনুষ্ঠান শুরু। সেখানে ভ্রমণ নিয়ে আলোচনা রয়েছে। ভারতে ডেস্টিনেশন ওয়েডিং বাড়ছে। এই নিয়ে আলোচনা হবে। সন্ধে সাতটায় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে পুরস্কার দেওয়া হবে। মাঝে বিভিন্ন প্রতিযোগিতাও রয়েছে।
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালে কীভাবে টিকিট বুক করবেন-
- প্রথমে আপনাকে অফিসিয়াল রেজিস্ট্রেশন পেজে যেতে হবে। রেজিস্টারের জন্য ক্লিক করুন এখানে
- আপনার নাম, বয়স, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করুন
- আপনি ফেস্টিভ্যালের যেকোনও দিন টিকিট বুক করতে পারেন। কিংবা তিনদিনের জন্যও টিকিট বুক করতে পারেন।
- প্রয়োজনীয় তথ্য পূরণের পর রেজিস্টারে ক্লিক করুন।
ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে বিভিন্ন বিষয়ে যেমন আলোচনা রয়েছে। তেমনই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনি পুরস্কারও জিততে পারেন।





