Howrah Postmaster: ম্যাচিউরিটির টাকায় ১০ শতাংশ কমিশন! এবার ‘তোলাবাজ’ পোস্টামাস্টারও

Howrah Postmaster: এদিন পোস্টমাস্টারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভও দেখাতে শুরু করেন গ্রাহকরা। তাতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন বাগনান মুগকল্যাণ ডাকঘরের পোস্ট মাস্টার অভিজিৎ মাইতি। কথা বলতে গেলে সংবাদমাধ্যমের উপরেও চড়াও হন তিনি। ধাক্কা মেরে বন্ধ করে দেন ক্যামেরা।

Howrah Postmaster: ম্যাচিউরিটির টাকায় ১০ শতাংশ কমিশন! এবার ‘তোলাবাজ’ পোস্টামাস্টারও
অভিযুক্ত পোস্টমাস্টার অভিজিৎ মাইতিImage Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 21, 2023 | 5:08 PM

কলকাতা: নিজের জমানো টাকা ম্যাচিউর হওয়ার পর তা তুলতে গেলে লাগবে ১০ শতাংশ কমিশন। চাইছেন খোদ পোস্টমাস্টার। অভিযোগ এমনটাই। তারফলে দীর্ঘদিন আগে টাকা ম্যাচিউর হয়ে গেলেও তা তুলতে গিয়ে বেগ পাচ্ছেন গ্রাহকরা। বাড়ছে ক্ষোভ। এদিন পোস্ট মাস্টারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভও দেখাতে শুরু করেন গ্রাহকরা। তাতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন বাগনান মুগকল্যাণ ডাকঘরের পোস্টমাস্টার অভিজিৎ মাইতি। কথা বলতে গেলে সংবাদমাধ্যমের উপরেও চড়াও হন তিনি। ধাক্কা মেরে বন্ধ করে দেন ক্যামেরা। 

এই পোস্ট অফিসেরই এক গ্রাহক বলেন, “আমার অ্য়াকাউন্টের টাকা অনেক আগেই ম্যাচিউর হয়ে গিয়েছে। কিন্তু, তারপরেও পোস্ট মাস্টার টাকা দিচ্ছেন না। আজ-কাল করে খালি ঘোরাচ্ছেন। এরইমধ্যে এক ক্য়াশিয়ারের মাধ্যমে ঘুরপথে আমার থেকে কমিশনও চান। আমি হেড অফিসে অভিযোগ জানিয়েছিলাম। সেখান থেকে লোকজন এসে ওনাকে টাকা দেওয়ার কথা বলে। তারপরেও আমাকে টাকা দেননি। উল্টে পরে আবার ডেকে বলেন, আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছেন!”

আর এক গ্রাহক লক্ষীকান্ত হাইত বলেন, “আমার বাবার অ্যাকাউন্টের একটা টাকা অনেক আগে ম্যাচিউর হয়ে গিয়েছে। তা অনেকদিন থেকে তোলার জন্য আসছি। উনি দিচ্ছেন না। এখন এজেন্ট মারফত বলছেন ১০ শতাংশ কমিশন লাগবে। তবেই পাওয়া যাবে টাকা। বলছেন এতাই টাকা। আবার বাবার এখানে ২ লক্ষ টাকা ছিল। সেটাই তুলতে চাইছিলাম। এখনও টাকা পাইনি। কিন্তু, আমি এই কমিশন কেন দেব?” যদিও এ প্রসঙ্গে অভিযুক্ত পোস্ট মাস্টার বলেন, “আমি এ বিষয়ে উত্তর দেওয়ার কেউ নই। যা বলার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে।”