Dengue out break: এক সপ্তাহে ১০ হাজার আক্রান্ত, পুজোর আগে আরও মারাত্মক হতে পারে ডেঙ্গি
Dengue out break: স্বাস্থ্য ভবনের আশঙ্কা, গত সপ্তাহের বৃষ্টির জমে থাকা জল সময়ে পরিষ্কার না করলে পুজোর মুখে ডেঙ্গি আরও মারাত্মক আকার নিতে পারে। আগামী দু'সপ্তাহ এ রাজ্যে ডেঙ্গি নিয়ন্ত্রণের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ। বস্তুত, বর্ষা পড়তেই রাজ্যে ডেঙ্গিতে বাড়়বাড়ন্ত অব্যাহত। মৃত্যুর খবরও আকছাড় উঠে আসছে। জেলাগুলোতে বটেই কলকাতায়ও লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
কলকাতা: ভয় বাড়াচ্ছে ডেঙ্গি। রাজ্য প্রশাসনের তরফে জানা যাচ্ছে, সাত দিনে সারা রাজ্যে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন দশ হাজারের বেশি মানুষ। এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা পঞ্চাশ হাজারের গণ্ডি ছাড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭০৭। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত মৃতের সংখ্যা ৬০।
স্বাস্থ্য ভবনের আশঙ্কা, গত সপ্তাহের বৃষ্টির জমে থাকা জল সময়ে পরিষ্কার না করলে পুজোর মুখে ডেঙ্গি আরও মারাত্মক আকার নিতে পারে। আগামী দু’সপ্তাহ এ রাজ্যে ডেঙ্গি নিয়ন্ত্রণের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ। বস্তুত, বর্ষা পড়তেই রাজ্যে ডেঙ্গিতে বাড়়বাড়ন্ত অব্যাহত। মৃত্যুর খবরও আকছাড় উঠে আসছে। জেলাগুলোতে বটেই কলকাতায়ও লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
অসমর্থিত সূত্রের খবর, রাজ্যের মধ্যে সব থেকে খারাপ পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। সেখানে প্রায় ১১ হাজার ২৪৪ জন আক্রান্ত হয়েছে। দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। রাজ্য প্রশাসনের তরফে জানা যাচ্ছে, ৬ হাজার ৭০ জন আক্রান্ত হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। ৫ হাজার ৭৯১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এরপর একে একে রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মালদহের মতো জেলাগুলি। এর মধ্যে হুগলিতে ৪ হাজার ২২২, দক্ষিণ ২৪ পরগনায় ২ হাজার ৩৫৭, হাওড়ায় ২ হাজার ১৭১, মালদহে ১ হাজার ৬২৬। সরকারি ল্যাব থেকে পাওয়া তথ্য বলছে, শহর এলাকায় প্রায় ১৩ হাজার ৯০২ জন আক্রান্ত, গ্রামে ২৬ হাজার ৩৩৬ জন মানুষ আক্রান্ত।
কোন জেলায় কত আক্রান্ত এক নজরে