Fishing in Pond: মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এ কী উঠল! পুলিশে পুলিশে ছয়লাপ জীবনতলা থানা এলাকা

Fishing in Pond: কীভাবে বোমাগুলি পুকুরে এল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বোমাগুলির অবস্থা দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগেই সেগুলিকে পুকুরে ফেলা হয়েছিল। প্রতিটি বোমার সুতলি দড়ি পচে গিয়েছে।

Fishing in Pond: মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এ কী উঠল! পুলিশে পুলিশে ছয়লাপ জীবনতলা থানা এলাকা
চাপা উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 24, 2025 | 3:02 PM

জীবনতলা: পাড়ার মধ্যে থাকা আস্ত পুকুর থেকেই দিনেদুপুরে বোমা উদ্ধার। একটা, দুটো নয় একেবারে ১৭টি। এ ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা থানার মাঠের দীঘি এলাকায়। এদিন সকাল থেকে ওই পুকুরে মাছ ধরছিলেন স্থানীয় বাসিন্দারা। জল তোলার পর স্থানীয় বাসিন্দারই প্রথম বোমাগুলিকে পড়ে থাকতে দেখেন। তাতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুলিশে। জীবনতলা থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। 

কীভাবে বোমাগুলি পুকুরে এল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বোমাগুলির অবস্থা দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগেই সেগুলিকে পুকুরে ফেলা হয়েছিল। প্রতিটি বোমার সুতলি দড়ি পচে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে বোমার ভিতরের মশলা। তাতেই মনে করা হচ্ছে ফেলার পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়।    

কিন্তু, কে বা কারা সেগুলি ওখানে ফেলে গিয়েছিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্ত করে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই বোমাগুলিকে উদ্ধারের পর আলাদা করে নিষ্ক্রিয়ও করেছে। চাপা উত্তেজনা এলাকায়।