কলকাতা মেডিক্যালের সামনে পেল্লাই একুশের মঞ্চ, তৃণমূল বলল, অনুমতি দিয়েছে পুলিশই
কলকাতা: রাত পোহালেই একুশে জুলাই। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গেট আটকে একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধা হচ্ছে। আর তা নিয়েই বিতর্ক। ৬ নম্বর গেটের সামনে তৈরি হয়েছে মঞ্চ। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকতে হলে ৬ নম্বর গেটই মূল প্রবেশ পথ। বিতর্কের মুখে আইএনটিটিইউসি নেতা। তাঁর অবশ্য সাফাই, পুলিশের অনুমতি নিয়েই এই মঞ্চ তৈরি হয়েছে।
হাসপাতালের গেট আটকে কেন রাজনৈতিক মঞ্চ? তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬ নম্বর গেট দিয়ে ঢুকলেই রিজিওন্যাল ইন্সস্টিটিউট অব থার্মালজি মাদার অ্যান্ড চাইল্ড হাব। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢোকার মূল প্রবেশ পথ।
প্রশ্ন করা হয় আইএনটিটিইউসি নেতা অসীম ধরকে। TV9 বাংলার প্রতিনিধিকেই মোবাইল থেকে বার করে অনুমতিপত্র দেখিয়ে দেন তিনি। সেই অনুমতিপত্রে মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়ি ও বউবাজার থানার স্ট্যাম্প। তাঁর বক্তব্য, ২ টোয় সভা শেষ হবে, ৩টে থেকে সাড়ে তিনটের মধ্যে মঞ্চ খুলে যাবে বলেও আশ্বাস্ত করেছেন তিনি।
প্রশ্ন উঠছে, হাসপাতালের সামনে কেন রাজনৈতিক মঞ্চ? পুলিশ প্রশাসন তাতে অনুমতি দিলই বা কীভাবে? হাসপাতাল কর্তৃপক্ষই বা কী করছে?