21 July Traffic: সিঁথি, হাডকো, চিংড়িঘাটা! ২১ জুলাই কোন রাস্তা থাকবে বন্ধ, কোন ক্রসিং দিয়ে ঘুরবে গাড়ি?

21 July Traffic: সিঁথি মোড় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে কথা বললেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলী ধর। উত্তর ২৪ পরগণার গাড়ি ধর্মতলা মুখী হলে যেন যানযট না হয় এবং ধর্মতলার উদ্দেশে আসা গাড়ি কোন দিক দিয়ে ঘুরবে, তা নিয়ে আলোচনা করেন দুই পুলিশ কমিশনার।

21 July Traffic: সিঁথি, হাডকো, চিংড়িঘাটা! ২১ জুলাই কোন রাস্তা থাকবে বন্ধ, কোন ক্রসিং দিয়ে ঘুরবে গাড়ি?
চিংড়িঘাটা মোড়Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 18, 2025 | 6:10 PM

কলকাতা: সোমবার, একুশে জুলাই! তৃণমূলের শহিদ দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা রওনা দেবেন ধর্মতলার উদ্দেশে। এদিকে সপ্তাহের প্রথম দিন। তাতে  রাস্তাঘাটে বেরিয়ে চরম ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। কীভাবে ওই দিন যান নিয়ন্ত্রিত হবে কলকাতায়, কোন রাস্তা খোলা থাকবে, কোন রাস্তা বন্ধ, তা খতিয়ে দেখছেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা।

২১ শে জুলাইয়ের দিন কলকাতা এলাকায় কোন রাস্তা দিয়ে মিছিল যাবে এবং গাড়ি কোন রাস্তা দিয়ে যাবে, তা দেখলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সপ্তাহের শুরুতেই যাতে রাস্তায় যানযট না হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয় তার জন্য সিঁথি মোড়, হাডকো মোড ও চিংড়িঘাটা ক্রসিং ঘুরে দেখেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

সিঁথি মোড় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে কথা বললেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলী ধর। উত্তর ২৪ পরগণার গাড়ি ধর্মতলা মুখী হলে যেন যানযট না হয় এবং ধর্মতলার উদ্দেশে আসা গাড়ি কোন দিক দিয়ে ঘুরবে, তা নিয়ে আলোচনা করেন দুই পুলিশ কমিশনার।

হাডকো মোড়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন বিধাননগর পুলিশের এক পদস্থ অফিসার। মূলত বিধাননগর ও দমদমের দিক দিয়ে কোন মিছিল কখন আসে ও কোন রাস্তা ব্যবহার হবে তা জানতে চান মনোজ ভার্মা। চিংড়িঘাটা ক্রসিংয়ে সপ্তাহের শুরুতে যেন যানজটে দুর্ভোগের স্বীকার না হন অফিস যাত্রীরা,  সেই বিষয়টি খতিয়ে দেখেন সিপি।