Cyclonic Circulation: একসঙ্গে পাক খাচ্ছে ৩ ঘূর্ণাবর্ত, রবিবারের পার হলেই ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Cyclonic Circulation: কলকাতায় এদিন দিনভর মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। কাল ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকছে। একইসঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনীত অস্বস্তি বেশি থাকবে।

Cyclonic Circulation: একসঙ্গে পাক খাচ্ছে ৩ ঘূর্ণাবর্ত, রবিবারের পার হলেই ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
প্রতীকী ছবিImage Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jul 12, 2025 | 3:04 PM

কলকাতা: ঘূর্ণাবর্তের হাত ধরে ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত বর্ষার। বিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার-মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার দক্ষিণের ৬ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। মঙ্গলবার দক্ষিণের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। অন্যদিকে কাল থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও। জোরাল বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত। 

গোটা বাংলাতেই স্ট্রং মনসুন ফ্লো 

সোজা কথায় গোটা বাংলাতেই স্ট্রং মনসুন ফ্লো রয়েছে। যার কারণেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা বিকানির শিখর শিবপুরি সিদ্ধি জামশেদপুর কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তর ছত্তিসগঢ়ে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। 

মেঘে ঢাকা কলকাতা 

কলকাতায় এদিন দিনভর মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। কাল ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকছে। একইসঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনীত অস্বস্তি বেশি থাকবে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। বৃষ্টি হয়েছে ৪.৯ মিলিমিটার। 

সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

উত্তরেও বৃষ্টি   

উত্তরবঙ্গেও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। তবে কমবেশি বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে।