AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আজ রাজ্যে শপথ ৪৩ মন্ত্রীর, পূর্ণ ও প্রতিমন্ত্রীর তালিকায় কারা, একনজরে

ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়দের পুরনো দফতর ফিরিয়ে দেওয়া হবে কিনা সে দিকে নজর থাকবে। পাশাপাশি, নতুনদের কোন দফতরে আনা হবে, সেটাও গুরুত্বপূর্ণ।

আজ রাজ্যে শপথ ৪৩ মন্ত্রীর, পূর্ণ ও প্রতিমন্ত্রীর তালিকায় কারা, একনজরে
শপথ নেবেন ৪৩ মন্ত্রী
| Updated on: May 10, 2021 | 9:01 AM
Share

কলকাতা: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেও তাঁর সৈনিকেরা অনেকেই ভালো ফল করেছেন। আর এবার মন্ত্রিসভা গঠনের পালা। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা শপথ নিয়েছেন আগেই। এবার অন্যান্য মন্ত্রীদের পদ কারা পাবেন, সে দিকেই তাকিয়ে সব মহল। রবিবার নতুন মন্ত্রিসভার যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে পুরনোদের নামের পাশাপাশি একাধিক নতুন মুখের চমকও থাকছে এবার। আজ, সোমবার রাজভবনে শপথ নেবেন মোট ৪৩ জন মন্ত্রী।

এক দিকে ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু থেকে অমিত মিত্রের মতো পুরনো মন্ত্রীদের দেখা যাবে মমতার মন্ত্রিসভায়। আবার বেশ কিছু নতুন ও তরুণ মুখ এনেও চমক দিয়েছেন মমতা।ভোটে না লড়েও মন্ত্রী হচ্ছেন অমিত মিত্র।

ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী হচ্ছেন ১০ জন। আর প্রতিমন্ত্রী হচ্ছেন ৯ জন।

পূর্ণ মন্ত্রীদের তালিকায় কারা: 

এই তালিকা পুরনো মন্ত্রীদের প্রাধান্য রয়েছে। থাকছেন, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিমচন্দ্র হাজরা, মানস ভুঁইয়া, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, মহম্মদ গুলাম রব্বানি, বিপ্লব মিত্র, জাভেদ খান, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী:

পুরনো ও নতুনদের মিলিয়ে এই তালিকায়। থাকছেন, বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারাণী টুডু, বুলু চিক বারিক, সুজিত বসু, ইন্দ্রনীল সেন।

প্রতিমন্ত্রী:

প্রতিমন্ত্রীদের তালিকায় একগুচ্ছে নতুন ও তরুণ মুখ দেখা যাবে। থাকছেন, দিলীপ মন্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, ইয়াসমিন সাবিনা, বীরবাহা হাঁসদা, জোৎস্না মান্ডি, পরেশ চন্দ্র অধিকারী, মনোজ তিওয়ারি।