Cash Recover: আবারও শহরে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Cash: ৪০ বছর বয়সি আমন সিদ্দিকীর সঙ্গে একটি ট্রলি ব্যাগ ছিল। ব্যাগটি দেখে পুলিশের সন্দেহ আরও জোরাল হয়। এরপরই ব্যাগটি খুলে দেখাতে বলেন আধিকারিকরা। ট্রলির চেন খুলতেই থরে থরে সাজানো নগদ টাকা নজরে আসে পুলিশের। এই ৫৬ লক্ষ টাকা আমন কোথায় পেলেন, কেন তিনি এই টাকা নিয়ে যাচ্ছিলেন তার কোনও সঠিক জবাব পুলিশকে দিতে পারেননি। দেখাতে পারেননি প্রয়োজনীয় নথিও।
কলকাতা: পোস্তা থানা এলাকা থেকে বিপুল টাকা উদ্ধার করল পুলিশ। একজনকে গ্রেফতারও করা হয়েছে। আজ মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হবে। সোমবার বিকাল সাড়ে ৪টে নাগাদ প্রায় ৫৬ লক্ষ টাকা নগদ উদ্ধার করে পোস্তা থানার পুলিশ। পোস্তা থানার পুলিশের কাছে সূত্র মারফত আগেই খবর পৌঁছয়। সেইমতো এলাকায় হানা দেয় পুলিশ। এক যুবককে দেখে সন্দেহ হয় তাঁদের। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নাম আমন সিদ্দিকী।
৪০ বছর বয়সি আমন সিদ্দিকীর সঙ্গে একটি ট্রলি ব্যাগ ছিল। ব্যাগটি দেখে পুলিশের সন্দেহ আরও জোরাল হয়। এরপরই ব্যাগটি খুলে দেখাতে বলেন আধিকারিকরা। ট্রলির চেন খুলতেই থরে থরে সাজানো নগদ টাকা নজরে আসে পুলিশের।
এই ৫৬ লক্ষ টাকা আমন কোথায় পেলেন, কেন তিনি এই টাকা নিয়ে যাচ্ছিলেন তার কোনও সঠিক জবাব পুলিশকে দিতে পারেননি। দেখাতে পারেননি প্রয়োজনীয় নথিও। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাঁকে জেরা করে আসল বিষয়টি জানার চেষ্টা করছে। কোন উদ্দেশে এই টাকা তিনি নিয়ে যাচ্ছিলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা জানার চেষ্টা চলছে।