অ্যাম্বুলেন্সে বেরোচ্ছে একের পর এক দেহ, দুর্ঘটনায় ৭ কর্মীর মৃত্যু
রাত ১২ টা পেরনোর পর একের পর এক অগ্নিদগ্ধ মৃতদেহ বের করা হচ্ছে ওই বিল্ডিং থেকে।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এসে উদ্ধারকার্যে হাত লাগান। রাত ১২ টা পেরনোর পর একের পর এক অগ্নিদগ্ধ মৃতদেহ বের করা হচ্ছে ওই বিল্ডিং থেকে। সাত মৃত ব্যক্তির নাম, অমিত ভাওয়াল (কলকাতা পুলিশের এএসআই), গৌরব বেজ, গিরিশ দে, বিমান পুরকায়স্থ, অনিরুদ্ধ জানা (সকলেই দমকল কর্মী), পার্থ সারথী মণ্ডল (রেল কর্মী), সঞ্জয় সাহানি