কলকাতা: রিজেন্ট পার্ক (Regent Park) থানা এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হল শনিবার সকালে। স্থানীয় বাবুপাড়ার বাসিন্দা ছিলেন ৮১ বছর বয়সী ওই বৃদ্ধ। সম্প্রতি তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরইমধ্যে এদিন তাঁকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান করছে পুলিশ। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ডিফেন্স কর্মী ছিলেন তিনি। অবসর গ্রহণের পর বাবুপাড়ায় নিজের দোতলা বাড়িই ছিল পৃথিবী। তিনদিন আগে করোনা পরীক্ষা করানো হয় তাঁর। প্রথম রিপোর্ট পজিটিভ আসায় আবারও পরীক্ষা করান। সেই রিপোর্টও পজিটিভ আসে। এরপরই শনিবার সকালে বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান। রিজেন্ট পার্ক থানায় খবর দেওয়া হয়।
পরিবারের লোকজন জানান, একেবারে ধোপধুরস্ত পায়জামা-পাঞ্জাবি পরে ঝুলছিলেন তিনি। বাড়ির লোকের অনুমান, আগে থেকে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। তবে পুলিশ সবদিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে।