
কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অস্ত্রের কেনাকাটা বাড়ছে বলে বিভিন্ন সময় অভিযোগ সামনে আসে। এবার কলকাতায় অস্ত্র বিক্রি করতে এসে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী। বিনোদ রাও নামে ওই দুষ্কৃতীকে সোমবার গ্রেফতার করল জোড়াসাঁকো থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে।
জোড়াসাঁকো থানার পুলিশ জানিয়েছে, বিনোদ রাও অস্ত্র বিক্রি করতে আসছে বলে খবর পায় তারা। সেইমতো ফাঁদ পাতা হয়। জোড়াসাঁকোর রামপ্রসাদ সাহা লেনে ওই দুষ্কৃতীকে পাকড়াও করা হয়। তার কাছ থেকে দেশীয় একটি ওয়ান-শট বন্দুক ও বুলেট পাওয়া গিয়েছে। অন্য এক দুষ্কৃতীকে ওই বন্দুকটি বিক্রির জন্য সে নিয়ে এসেছিল বলে পুলিশ জানিয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, বছর উনচল্লিশের ধৃত ব্যক্তি একজন কুখ্যাত দুষ্কৃতী। পার্ক স্ট্রিট থানা এলাকায় নানা দুষ্কর্মে জড়িত সে। সম্প্রতি একটি ডাকাতির ঘটনায় নাম জড়ায় তার। কলকাতার একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমনকি, কয়েক বছর আগে নিউটাউন থানায় একটি অপহরণের মামলায়ও সে জড়িত।
এই অস্ত্র কাকে বিক্রি করতে ওই এলাকায় বিনোদ এসেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজ্যে অবৈধভাবে অস্ত্রের কেনাকাটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সরব হয়েছে। বেঙ্গল এসটিএফ-ও নিয়মিত অভিযান চালাচ্ছে। বেআইনিভাবে অস্ত্রের কেনাকাটা কেন বাড়ছে, তা খতিয়ে দেখছে পুলিশ।